২০২৪ মহাসম্মেলনে কাচ্চি কুইন হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট গ্রহণ এর মুহূর্ত।
শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কাচ্চি কুইন কনটেস্ট ২০২৪ চ্যাম্পিয়ন ইসমত আরা আপু।
প্রচার সম্পাদক
শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
২২ দিন ২৬ মিনিট আগে প্রকাশিত।
251 Views.
1 Comment. 16 Points.
ইসমত আরা (জলি) আপুর পিতার নাম ইয়াকুব আলী খান এবং মাতার নাম সালমা বেগম আরা। আপু তার পিতা মাতার ৩ সন্তানের মাঝে প্রথম সন্তান। তিনি ১৫-১১-১৯৯৪ তারিখে যশোর জেলার সদর উপজেলার বকচরে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে বকচর হুশতলা এলাকায় কপোতাক্ষ সিটি আবাশিক এলাকায় তার স্বামী ২ সন্তান ও সংসার নিয়ে তার সুখের সংসার। শিক্ষাজীবনের শুরুতে তিনি ষষ্ঠীতলায় সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা এবং দানবির হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা স্তর শুরু পার করেন। ২০১৪ সালের এপ্রিল মাসে মোঃ নিশান হাসান ভাই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি যশোরের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান উৎস আইটি সল্যুশনস লিমিটেড এর ব্যবস্থাপক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
আগামীর উদ্যোক্তা প্লাটফর্মে তিনি ২০২৩ সালের শেষ দিকে যুক্ত হন। এরপর প্লাটফর্ম থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দ্রুততম সময়ে অনেক উদ্যোক্তাকে পেছনে ফেলে তিনি ২০২৪ সালের কাচ্চি কুইন কনটেস্ট এর চ্যাম্পিয়ন হিসাবে মুকুট লাভ করেন। ২০২৪ মহাসম্মেলনে তিনি শ্রেষ্ঠত্বের মুকুট গ্রহণ করেন। বর্তমানে তিনি ১৮৩ দিনে ৪২৫ ডেলিভারি সম্পন্ন করে ১ লাখ ৮০ হাজার ৬৩০ টাকা বিশুদ্ধ ই-কমার্স সেলস করতে সমর্থ হয়েছেন। তার ও তার পরিবারের জন্য রইল শুভকামনা।।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Ismot ara Jolly
ধন্যবাদ 🥰❤️❤️
16 PTS.
22 April 2025.
03:57 PM.
বিচারক হিসাবে প্রতিযোগীকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।
Admin
22 Apr, 2025
05:12 AM