Article Image

প্লাটফর্মের প্রথম ডেলিভারি।


শিহাব উদ্দীন স্মরণীয় মুহূর্ত বিভাগ।
১ বছর ৬ মাস ১০ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে প্রকাশিত।
357 Views.   0 Comment.   0 Points.


৩১ জুলাই ২০২০। আমাদের যখন কোন এ্যাপ ছিল না। আগামীর উদ্যোক্তার প্রথম রাইডার, প্রথম গাড়িতে প্রথম ডেলিভারি হয় এই ভাইয়ার কাছে। এটা ধর্মতলা শিশু আদদীন রোড। ছবিটি অনেকদিন পর পুরানো ফাইল ঘাটার সময় সামনে পড়ল। স্মৃতিটা ধরে রাখতে শেয়ার করা।


সোনার চামুচ মুখে নিয়ে আগামীর উদ্যোক্তার জন্ম হয়নি। আমরা জানি কিভাবে সোনার চামুচ অর্জন করতে হয়। আমরা কাউকে কোনদিন বলিনি আমাদের টিমে আসুন। যার যার নিজ বিজনেস ও স্বার্থ নিয়েই সবাই এসেছে। আবার স্বার্থ শেষে কেউ ছুড়ে ফেলে দিয়েছে বা বুকে জড়িয়েও নিয়েছে। তবে আমরা আমাদের লক্ষ্য ঠিকই অর্জন করে চলেছি। যারা আমাদের নিয়ে গু-জব রটায় তারাও জানে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব ইন.।


তারা জানে আমাদের নিয়ে পোস্ট করে বড়জোর কয়দিন যশোরে ঝড় তুফান তোলা যাবে, ভাইরালও হওয়া যাবে, ৫০/১০০ লাইক কমেন্ট বেশি আসবে। তবে ইতিহাসও তারা জানে যে এসব ঝড় তুফান বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ যত গর্জে আসলে তত বর্ষে না, এটাই চিরন্তন সত্য। আপনার পোস্ট রিচ, গ্রুপের মেম্বার জয়েনিং হার, সেলস ভল্যুম সবই কমতে থাকবে। আপনার বিজনেস আপনি ভাল করবেন হয়তো। তবে যারা কিছুই না বুঝে তাদের ভবিষ্যত আপনার হাতে ছেড়েছে তাদের আগামীর কৈফিয়ত একদিন অবশ্যই দিতে হবে। তারা তো নীরীহ ছিল। তাদের শ্রদ্ধা ও ইমোশন এর ফায়দা উঠিয়ে তারাই যখন বিজনেস থেকে সঠিক দিক নির্দেশনার অভাবে একে একে মন ভেঙে যাবে তাদের বিজনেসের মাথার উপর ছাতা হিসাবেও আপনাকে দেখতে চাই আমি। নিজের বিজনেস নিজে করে অন্যের বিজনেসের দায়িত্ব নিয়ে তাকে সফল করে দেখান। এডমিন কোন পদ নয়। এডমিন বিরাট বড় দায়িত্ব ও কর্তব্যের জায়গা।


আগামী ২০২৩-২৪ অর্থ বছরেও আমাদের সেলস টার্গেট চলতি বছরের থেকেও ২০ লক্ষ টাকা বেশি ধরা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের যোগ্যতার প্রমাণ তো অবশ্যই দিচ্ছি ও দিব। আগামি ১ বছরে আরো ১০০ লাখপতি যদি তৈরি করতে না পারি কথা দিচ্ছি কোনদিন কারো সামনে এডমিন পরিচয় দিব না। সবার জন্য শুধকামনা।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.2K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now