Article Image

রিসাইকেল ব্যাগ এর নতুন সম্ভাবনা!


শিহাব উদ্দীন সফলতার গল্প বিভাগ।
৪ মাস ৪ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে প্রকাশিত।
382 Views.   0 Comment.   0 Points.


নতুন কিছু আসছে ইনশাআল্লাহ।

পরিবেশ রক্ষায় ও ব্যবসায় দেশের সর্বপ্রথম নতুন আইডিয়া!

পলিথিন নিষিদ্ধের পর উদ্যোক্তা আপুদের কিনতে হচ্ছে এই ব্যাগ। যার দাম একটু বেশি হওয়ায় প্যাকেজিং এর খরচ বেড়েছে পলিথিন এর তুলনায়। আবার এই ব্যাগ গুলো জমা হচ্ছে ক্রেতাদের বাড়িতে। রিসাইকেল যোগ্য এসব ব্যাগ মাত্র ১ বার ব্যবহারের পরেই ক্রেতাদের বাড়িতে জমা হয় যা ক্রেতাদের তেমন কাজে আসেনা।

কেমন হয় যদি?

 ১. এই ব্যাগ গুলো আবার ক্রেতাদের থেকে নিয়ে রিসাইকেল করা হয় ফ্রেশ করে?

 ২. আবার এর বিনিময়ে ক্রেতারাও যদি পায় ফ্রি ডেলিভারি?

 ৩. আবার রিসাইকেলে আসা এই ব্যাগ উদ্যোক্তারা কিনতে পারে বাজারের থেকে কমে?

 ৪. আবার ব্যাগে যদি থাকে প্লাটফর্মের ব্রান্ডিং?

উপকৃত হবেন কারা? একটি মাত্র রিসাইকেল প্লান থেকে উপকৃত হবে পরিবেশ, ক্রেতা উপকৃত হবে ফ্রি ডেলিভারি নিয়ে, বিক্রেতা উপকৃত হবে বাজারের থেকে কমে ব্যাগ কিনতে পেরে তাও ব্রান্ডিং সহ। এমনই একটি পাইলট প্রকল্প হাতে নিচ্ছি আমরা। প্রকল্পটি সবার কাছে গ্রহণযোগ্য হলে সেটা স্থায়ী করা হবে ইনশাআল্লাহ। সকলের মতামত একান্ত কাম্য।

ডেমো লিংকঃ এখানে ক্লিক করুন।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 151 Posts.
Total 84.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now