Article Image

উদ্যোক্তাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে কাগজের বক্স


শিহাব উদ্দীন সফলতার গল্প বিভাগ।
২ মাস ৩ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে প্রকাশিত।
257 Views.   0 Comment.   0 Points.


দ্রুতই আমরা অপচনশীল শোলার বক্স এর যুগ পার করে পরিবেশ বান্ধব কাগজের সঠিক মাপের বক্স এর যুগে পদার্পণ করব ইনশাআল্লাহ। বাজারে শোলার বক্স এর মাপের ও সাইজের সাথে পরিমাণের কোন অভাব নেই। ছোট বড় মাঝারি সাঝারি কত রকম যে শোলার বক্স!

প্লাটফর্মের কেবলমাত্র অনুমোদিত ২ টি বক্স উদ্যোক্তা ও ক্রেতাদের সঠিক পরিমাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। ইতোপূর্বে আমাদের প্লাটফর্মের নিজস্ব ব্রান্ডিং এর বক্স ছাড়া হয়েছে যার ৬৬০ এম এল দাম ৩.৫০ টাকা ও ৭৫০ এম এল বক্স ৪.৬০ টাকার বদলে ৪.৫০ টাকা করা হয়েছে। এছাড়াও যে কোন বক্স ১০০ পিস অর্ডার করলে ফ্রি ডেলিভারি অফার থাকবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ইনশাআল্লাহ।

প্লাটফর্মের বক্সই ব্যবহার করতে হবে এমন নয়, তবে শোলার বক্স আর নতুন করে না কেনার অনুরোধ করছি। ইতোপূর্বে একটি কনফিউশন তৈরি হয়েছে বাজারের বক্স ও প্লাটফর্মের বক্স পাতলা বা পুরু নিয়ে।

এ বিষয়ে নিশ্চিত হতে আমরা বাজারের একাধিক স্থান থেকে ভিন্ন ভিন্ন বক্স সংগ্রহ করে পরীক্ষা করেছি। যেখানে আমরা দেখেছি সাড়ে ৩ টাকার বাজারের বক্স ও প্লাটফর্মের বক্স এর ভেতরে ১ গ্রাম এর পার্থক্য! অর্থাৎ বাজারের বক্স পাতলা বা আমাদের টা পুরু এমন কোন কনফিউশান দূর হবে আশা করি। ২ রকম বক্স এর কাগজই সেম বা ১৯/২০ হতে পারে কখনও বা আর্দ্রতার জন্য হাতের স্পর্শে কাগজ পুরু বা পাতলা মনে হতে পারে আবার গরম খাবার বক্স এ রাখলে বাষ্প শোষণ এর জন্য বক্স সাথে সাথে নরম হতে পারে।

সাড়ে ৩ টাকার বা সাড়ে ৪ টাকার বাজারের বক্স খারাপ আমাদের টা ভাল বা আমাদের টা খারাপ বাজারের টা ভাল কোন কথার সাথেই আমি ব্যাক্তিগত ভাবে একমত নই। তবে যার যেটা ভাল লাগবে সে সেটাই কিনবেন কোন বাধা নেই৷ কেবলমাত্র শোলার বক্স আর নতুন করে কিনবেন না। ধন্যবাদ সকলকে।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.2K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now