৩৬১ দিনে ১৪৩৯ পিস পিজ্জা সেল করে পপি আপুর নতুন রেকর্ড
শিহাব উদ্দীন
সফলতার গল্প বিভাগ।
১৬ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে প্রকাশিত।
201 Views.
4 Comments. 102 Points.
অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র ৩৬১ দিনে ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকা মূল্যের পিজ্জা সেল করে সকলের প্রিয় ও পরিচিত আগামীর উদ্যোক্তা প্লাটফর্মের ২০২৪ সালের তৃতীয় সর্ব শ্রেষ্ঠ উদ্যোক্তা কুইন সাবেকুন নাহার পপি আপু নতুন রেকর্ড তৈরি করেছেন। এ সময় তিনি ১১৩৯ জন ক্রেতার নিকট মোট ১৪৩৯ পিস পিজ্জা সেল করেন।
উল্লেখ থাকে যে এর মাঝে ৩ টি নেগেটিভ রিভিউ ও এসেছে। তবে নেগেটিভ রিভিউ করা ৩ জন ক্রেতার নিকট থেকে আপু কোন রিটার্ন ও রিফান্ড আবেদন পান নি এমনটি আপুর সাথে ভাল বা মন্দ কোন বিষয়ে কথা না বলেই সরাসরি গ্রুপে নেগেটিভ রিভিউ করেছেন। ফলে আপুর পক্ষে সমাধান করাও সম্ভব হয়নি।
পিজ্জা আইটেম সেলস এ নিকটতম উদ্যোক্তা রেশমি হাসান আপু ১১৪ দিনে সেলস করেছেন ২৩০ পিস পিজ্জা যার সেলস প্রাইস ৯৯ হাজার ৩১৪ টাকা। এছাড়াও সোমা আক্তার প্রাপ্তি আপু ৩৩ দিনে ৫১ পিস, মোট ২৩ হাজার ৩৭৫ টাকার পিজ্জা সেলস করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন।
এছাড়াও অনেক জুনিয়র ও সিনিয়র উদ্যোক্তারা বুকিং করার সময় ভুল সিলেকশন এর ফলে উক্ত তালিকায় রেকর্ড হিসাবে উঠে আসতে পারেন নি। সার্বিক ভাবে আমরা সকল ক্রেতা, উদ্যোক্তা সহ রাইডার ভাইদের নিকটও কৃতজ্ঞ রোদ, ঝড়, বৃষ্টিতে যাদের পরিশ্রম ও ত্যাগে আমাদের এই বড় বড় অর্জন সম্ভব হয়েছে। ধন্যবাদ সকলকে।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Tahsin Tahin
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আবিষ্কার করা অ্যাপ না থাকলে আসলে জানতেও পারতাম না যে এতগুলো পিজ্জা বানিয়েছে
88 Points.
96 Comments.
18 June 2025.
06:15 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ আপু। অনেক অনেক শুভকামনা ❤️ বিজনেস মানেই হিসাব। যার নিজের বিজনেসের কোন হিসাব জানা নেই সে বেহিসাবি লক্ষ্য বিহীন নৌকার মাঝির মত।
Admin.
1,422 Replies.
18 Jun, 2025.
09:29 PM.
Nusrat
আলহামদুলিল্লাহ
14 Points.
100 Comments.
18 June 2025.
06:03 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ আপু
Admin.
1,422 Replies.
18 Jun, 2025.
09:29 PM.