আগামীর উদ্যোক্তা মহা সম্মেলন ২০২৪ এ অতিথীদের হাত থেকে অর্ধলাখপতি হিসাবে পুরস্কার গ্রহণ করেন উদ্যোক্তা শাহানা পারভীন
যশোর হুশতলার গর্ব দ্রুত সময়ে স্বাবলম্বী নারী উদ্যোক্তা শাহানা পারভীন
শিহাব উদ্দীন
সফলতার গল্প বিভাগ।
৬ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে প্রকাশিত।
419 Views.
4 Comments. 37 Points.
এই তো ঈদ-উল-ফিতর ২০২৪। ডাইনিং এ বসে দাওয়াত খেতে খেতে কথা হচ্ছিল আন্টি শাহানা পারভীন এর সাথে। রান্নার হাত অসাধারণ হওয়ায় ঘরে বসে বিজনেস করার বিষয়ে পরামর্শ দেন এডমিন সাহেব। নিজের ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হবেন। যেই ভাবা সেই কাজ। জয়েন করলেন যশোরে সর্ববৃহৎ নারী উদ্যোক্তা প্লাটফর্ম আগামীর উদ্যোক্তায়।
দ্রুত প্রশিক্ষণ শেষ করলেন। স্বামী ও ২ মেয়েকে নিয়ে শুরু হল তার সফলতার যাত্রা। পরিবারের সবার থেকে সর্বোচ্চ সাপোর্ট ও ক্রেতাদের ভালবাসা নিয়ে দ্রুততম সময়ে হলেন অর্ধলাখপতি। মহা সম্মেলন ২০২৪ এ অর্ধলাখপতি হিসাবে সম্মাননাও গ্রহণ করলেন। এরপরই আসল অনেক বড় পরিবর্তন। স্বপ্ন আরো বড় হল। মাত্র ২ মাস ২২ দিনের মাথায় হলেন প্লাটফর্মের সিনিয়র ও লাখপতি উদ্যোক্তা।
প্রশিক্ষণ শেষ করে প্রথম ১ লাখপতি হতে সময় লাগল মাত্র ৬ মাস তৈরি হয়ে গেল নিজস্ব কাস্টমার বেইজ। প্লাটফর্মের গুনগ্রাহীদের সহায়তা টিম অদম্য থেকে প্রাপ্ত লিডার সাপোর্ট ও এ্যাডমিন প্যানেল এর দিকনির্দেশনায় পরবর্তী মাত্র ৩ মাস ১ দিনেই আরো ১ লক্ষ টাকা সেলস করতে সক্ষম হন আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি ২ লাখপতি হিসাবে বিজনেস পরিচালনা করছেন এবং জয়েনিং এর ১২ মাস যেতে না যেতেই তিনি প্লাটফর্মের টপ সিনিয়র ও মিলিওনিয়ার ক্লাসে নিজের অবস্থান তৈরি করে নেবার টার্গেটে আগাচ্ছেন।
রান্না খাবার সাইডে এতটা দ্রুত সময়ে মিলিওনিয়ার ক্লাব উদ্যোক্তা হবার টার্গেট নিয়ে ইতিহাস তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছেন শাহানাস কিচেন এর শাহানা পারভিন আপু। বর্তমানে যশোর শহর ৯ নং ওয়ার্ড এর হুশতলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী স্বামী সবেদ সাহেব সহ টিমের অন্য ২ জন হলেন ২ মেয়ে দোলন চাপা ও দোলা। বড় মেয়ে দোলন চাপা যশোর জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা এবং ছোট মেয়ে দোলা ঢাকায় স্টেট ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন। আমরা তাদের এই ছোট্ট পরিবারের সকলের সর্বোচ্চ সফলতা ও তার উদ্যোগের দ্রুততম লক্ষ্য অর্জনের জন্য দোয়া করি। সত্যিই তিনি হুশতলার গর্ব হিসাবে নিজেকে দাড় করাতে পেরেছেন। তাকে দেখে মধ্যবয়সী অনেকেই এখন বিজনেস করে সফলতার স্বপ্ন দেখছেন। ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Shahana Parvin
সত্যিই অসাধারণ একটি লেখা 😍 Rahat Vuban এমন আন্তরিক ও অনুপ্রেরণাদায়ীভাবে আমাদের যাত্রা, Shahanas Kitchen সাফল্য এবং আগামীর উদ্যোক্তা প্ল্যাটফর্মকে তুলে ধরার জন্য আপনাকে জানাই হৃদয় থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা💗💗। এই গল্পটি শুধু একজন নারীর স্বাবলম্বী হয়ে ওঠার গল্প নয়, এটি শত শত নারীর আশার আলো—যারা প্রতিদিন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। Shahanas kitchen -এর এই সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যেকোনো কিছুই সম্ভব। আগামীর উদ্যোক্তা প্ল্যাটফর্ম আমাদের শেখায় কীভাবে নিজের সামর্থ্যকে চিনে, তাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়। এই প্ল্যাটফর্মে যুক্ত থাকা মানেই নিজের জীবনের সম্ভাবনার নতুন দিগন্তে পা রাখা। আমরা যারা এই প্ল্যাটফর্মের অংশ, তারা জানি—এখানে শুধু প্রশিক্ষণই নয়, আছে ভালোবাসা, সহযোগিতা, এবং একসাথে এগিয়ে যাওয়ার চমৎকার পরিবেশ। সব উদ্যোক্তা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা—আপনাদের প্রতিটি সাফল্য আমাদের অনুপ্রেরণা💗💗। Shahanas Kitchen-এর এই গল্প যেন আমাদের সকলের জন্য শক্তি হয়ে দাঁড়ায়, যেন আমরা সবাই নিজেদের জায়গা থেকে এগিয়ে যেতে পারি। আন্তরিক ধন্যবাদ জানায় আমার টিম লিডার Sultanar Rannaghor এর শুভ ভাইয়াকে এবং আমাদের সকল রাইডার ভাইয়াদের। আমাদের স্বপ্নগুলোকে এভাবে সম্মান ও গুরুত্ব দিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা গর্বিত এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে। ইনশাআল্লাহ আমরা একসাথে আরও অনেকদূর যাব🌸।আমার এবং আমার পরিবারের জন্য সকলের দোয়াপ্রার্থী।
21 Points.
98 Comments.
28 June 2025.
04:59 PM.
শিহাব উদ্দীন
আমরা বিশ্বাস করি এই গল্পটি থেকে নতুনরা অনুপ্রাণীত হবে এবং দ্রুত সফলতার জন্য সর্বোচ্চ পরিশ্রম করবে ❤️
Admin.
1,422 Replies.
28 Jun, 2025.
06:29 PM.
Ismot ara Jolly
আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা আন্টির জন্য
16 Points.
63 Comments.
28 June 2025.
04:30 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ আপু আপনার জন্যও শুভকামনা ❤️
Admin.
1,422 Replies.
28 Jun, 2025.
04:39 PM.