Article Image

ফুড ফটোগ্রাফি প্রাকটিক্যাল সেসনে যোগদান সংক্রান্ত


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৮ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে প্রকাশিত।
217 Views.   2 Comments.   90 Points.


হোমমেড ফুডের ই-কমার্স বিজনেসে সুন্দর ছবির কোন বিকল্প নেই। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারি। কথাটা অনলাইনের যে কোন সেক্টরের বিজেনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহক তার ঘরে বসে সর্বপ্রথম ছবি দেখেই সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি সেটা অর্ডার করবেন কিনা। কারণ এখানে হাতে নিয়ে দেখার বা চেক করে কেনাকাটা করার কোন সুযোগ থাকে না। 

আবার বিজ্ঞাপন বা সেলস পোস্ট কে সুন্দর ও আকর্ষণীয় করতে সুন্দর ছবি ছাড়া সম্ভব নয়। সব ঠিকঠাক কিন্তু ছবি ঠিক নেই মানে বিজনেসে আপনার সফলতা দীর্ঘায়ীত হওয়া ছাড়া কোন উপায় নেই। তাই যে সকল উদ্যোক্তার কনটেন্ট যত সুন্দর তার বিজনেসে সফলতার গতিও ততটাই দ্রুততম। 

আমরা প্লাটফর্মের সকল উদ্যোক্তাদের ফুড ফটোগ্রাফির বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়ে এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিতে ৫ ঘন্টা ব্যপী থিওরি ও প্রাকটিক্যাল পৃথক সেসন এর আয়োজন করেছি। ফুড ফটোগ্রাফি ট্রেনিং এর থিওরি অংশ ঘরে বসে এ্যাপ থেকে সম্পন্ন করা যায়। এরপর চাইলে বাসায় বসেই এই ক্লাস থেকে ধারণা নিয়ে নিয়ে নিজে নিজেই প্রাকটিস করা যায়। এরপরও যদি মনে হয় যে ক্লাসের কোন অংশ বুঝতে বা প্রাকটিস করতে সমস্যা সেক্ষেত্রে সরাসরি অফিসে প্রাকটিক্যাল ক্লাসে এসে প্রাকটিস করে উন্নত ধারণা নেয়ার ব্যবস্থা রয়েছে।

প্রতি মাসে ১ দিন শুক্রবার বিকাল ৪ টায় এই প্রাকটিক্যাল ক্লাস শুরু হয়ে মাগরিবের আগ পর্যন্ত চলমান থাকে। শীতকালে এই সময় পরিবর্তন হয়ে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হয়ে থাকে। কয়েকটি শর্ত পূরণ করেই যে কোন উদ্যোক্তা এই প্রাকটিক্যাল সেসনে অংশ নিতে পারেন। শর্তগুলো হলঃ

১. জুনিয়র ব্যাচ ই-কমার্স বেসিক কোর্স এ পাস হয়নি যাদের।  সিনিয়র ব্যাচ ই-কমার্স বেসিক কোর্স এ পাস (৭০০+ মার্কস প্রাপ্ত)। উভয় ব্যাচের প্রাকটিক্যাল ক্লাস পৃথকভাবে পৃথক দিনে হয়ে থাকে। প্রতি মাসে ১ দিন শুক্রবার কোন ব্যাচের ক্লাস হবে সেটা আগেই জানিয়ে দেয়া হয়। ১ টি মাসের শুক্রবার জুনিয়র ও পরের মাসের শুক্রবার সিনিয়র ব্যাচ এভাবে ক্লাস হয়।

২. ভাল রেজুলেশনের ক্যামেরা সহ নিজের মোবাইল ফোন করেছে এমন।

৩. ভাল ফোন নেই বা ফোনের ক্যামেরা ভাল না তাদের জন্য এই সেসন নয়। দ্রুত মোবাইল পরিবর্তন করে এই সেসনে অংশ নেয়া যেতে পারে।

৪. নিজের ফোন ভাল না থাকলে পরিবারের অন্য কারো ভাল ফোন সাথে নিয়ে এসে অংশ নেয়া যাবে।

৫. অবশ্যই প্রথমে এ্যাপ থেকে থিওরি অংশের ক্লাস বাসায় বসে সম্পন্ন করতে হবে।

৬. বাসায় থিওরি ক্লাস এর বিষয়গুলো মুখস্থ ও আত্মস্থ করে আসতে হবে। মৌখিকভাবে প্রশ্ন করলে উত্তর দিতে পারতে হবে।

৭. আসার সময় নিজ নিজ পাত্র বা প্লেট যেটাতে আপনি ডেকোরেশন করা শিখবেন সেটা সাথে আনতে হবে।

৮. যে কোন একটি ফুড আইটেম নিজের তৈরি অল্প পরিমাণ সাথে আনতে হবে। হতে পারে সেটা বিস্কিট বা যে কোন অল্প দামি আইটেম এটা আপনার নিজের উপর। আপনার নিজের তৈরি এই ফুড এবং নিজের আনা পাত্রে ডেকোরেশন ও ছবি তোলা প্রাকটিষ করানো হবে।

৯. ক্লাস শেষে আপনার আনা খাবার ও পাত্র আপনি বাসায় ফেরত নিয়ে যাবেন।

১০. এরপর বাসায় ফিরে ক্লাস অনুযায়ী প্রাকটিস করবেন ও হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক দেখে মানসম্মত মনে না হলে আপনাকে পুনরায় ক্লাসে আসার জন্য বলা হতে পারে। 

১১. প্রশিক্ষণের জন্য কোন ফিস নেই। সম্পূর্ণ বিনামূল্যে এই সেসনটিতে যুক্ত হতে পারবেন।

অফিস ঠিকানাঃ হুশতলা মোড়, মেইন রোড এর সাথে, দ্বিতীয় তলা, উৎস আইটি সল্যুশনস বড় সাইনবোর্ড দেয়া। 

মোবাইলঃ ঠিকানা চিনতে সমস্যা হলে ক্লাস শুরুর পূর্বেই 01511-513858 নম্বরে কল করতে পারেন। ক্লাস শুরু হবার পর আর ফোন রিসিভ হয় না। 

আমরা বিশ্বাস করি এভাবে আমাদের সকল উদ্যোক্তাদের আমরা ধাপে ধাপে ই-কমার্স বিজনেসের জন্য শতভাগ প্রস্তুত করে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। এ বিষয়ে এরপরও কোন প্রশ্ন থাকলে নিজ নিজ টিম লিডার এর সহায়তা নিন। ধন্যবাদ সকলকে।। 


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 151 Posts.
Total 84.5 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Nishan Hasan

অসাধারণ একটি পদক্ষেপ আসা এতে সকলের উপকৃত হবে

90 Points.

48 Comments.

27 June 2025.

04:48 PM.


শিহাব উদ্দীন

ইনশাআল্লাহ ভাইজান।

Admin.

1,422 Replies.

29 Jun, 2025.

02:13 PM.