Article Image

যশোরের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য স্বাধীন প্রকল্প


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
২ বছর ১০ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে প্রকাশিত।
1.4K Views.   2 Comments.   90 Points.


২০২০ সালের করোনা পরিস্থিতিতে দ্রুত সময়ে সারাদেশে প্রসার ঘরে ই-কমার্স ও এফ-কমার্স বিজনেসের। লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা এ সময় ঘরে বসে অবসর সময়ে কিছু করার তাগীদ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। রান্না ও অর্গানিক ফুড এর বিজনেস কে কেন্দ্র করে যশোরে প্রতিষ্ঠিত হয় আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন যা তৎকালীন সময়ে একক ও অপ্রতিদ্বন্দী হিসাবে সর্ব স্তরের সবার সাধুবাদ পায় এবং উদ্যোক্তাদের পরিশ্রম ও সততায় দ্রুত সময়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

সম সাময়িক সময়ে নারী উদ্যোক্তাদের মধ্য থেকে অনেকেই ছিলেন যারা খাবার ব্যতীত ভিন্ন আইটেমস গুলো নিয়ে বিজনেসের উদ্যোগ গ্রহণ করেন। আগামীর উদ্যোক্তার মত নন-ফুড সাইডের তেমন কোন প্লাটফর্ম সে সময় না থাকায় আগ্রহী অনেক উদ্যোক্তা অফিসে যোগাযোগ করে তাদেরও প্লাটফর্মে যুক্ত হবার ব্যবস্থা করার অনুরোধ করেন এবং এক সাথে যশোরে বিজনেস সম্প্রসারিত করার জন্য প্রশিক্ষণ গ্রহণ সহ একটি একক নীতিমালা প্রতিষ্ঠা করে ক্রেতা সাধারণের সেবা দিতে একমত হন। অফিস থেকেও ফুড এবং নন-ফুড সাইডের বৈষম্য নির্মূল করে নন-ফুড সাইডের উদ্যোক্তাদেরও সুযোগ করে দেয়া হয়। একে একে ৭০০+ নারী উদ্যোক্তা প্লাটফর্মে যুক্ত হন।

ফুড এবং নন-ফুড আইটেমস এর বিজনেস সম্পূর্ণ ভিন্নধর্মী হবার পরও একটি একক সেতু বন্ধনে সকলে আবদ্ধ হয়েই দীর্ঘ বছরের পর বছর ব্যবসা পরিচালিত হয়ে আসছিল। তবে এ সময় অনেক নতুন উদ্যোক্তা প্লাটফর্মের নীতিমালা ঠিকভাবে না পড়ে, চেতনা, লক্ষ্য ও উদ্দেশ্য না বুঝেই প্লাটফর্মে যুক্ত হয়ে পড়েন এটিকে গতানুগতিক রাইডার সার্ভিস বা কুরিয়ার সার্ভিস হিসাবে ধরে নিয়ে। পরিচালনা পরিষদ কর্তৃক ২০২৩ সালের ২৫ জুন, এ বিষয়ে জরুরী নির্দেশনা প্রকাশ করার উদ্যোগ নেয়া হয় যাতে করে প্লাটফর্ম বাছাই করার পূর্বে সকলের ধারণা সঠিক ও স্পষ্ট হয়।

---

আগামীর উদ্যোক্তা এ্যাপঃ ( নন-ফুড )

ক. উদ্যোক্তা নিবন্ধন করবেন। নিজের জন্ম সনদ বা এনআইডির তথ্য দিয়ে ভেরিফিকেশন করবেন। আজীবন একটি মাত্র একাউন্ট করতে পারবেন।

খ. ভেরিফিকেশনের পর নন-ফুড সাইডের উদ্যোক্তাদের তথ্য ভিত্তিক প্রশিক্ষণ ক্লাস রয়েছে ২ টি। এই ২ টি ক্লাসে প্লাটফর্মের বিশেষ ব্যবস্থাপনা এ পরিচালনা সিস্টেম সম্পর্কে উদ্যোক্তা ধারণা নিবেন এবং কতটুকু বুঝতে পেরেছেন তার মূল্যায়ণ পরীক্ষায় অংশ নিয়ে ৭০% বা তার বেশি পেয়ে পাস হলেই সদস্যপদ স্থায়ী হবে। 

গ. এরপর তিনি উদ্যোক্তা হিসাবে ব্যবসায়িক ক্যারিয়ারে কতটা আগাচ্ছেন তার সকল হিসাব এ্যাপ এ সংরক্ষিত হবে এবং বছর শেষে ১ টি মহা সম্মেলন ও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করবেন যা দেশের বেশিরভাগ টিভি ও পত্র পত্রিকায় সম্প্রচারিত হয় এবং সারা দেশের মানুষ উদ্যোক্তার সফলতা সম্পর্কে জানতে পারেন এবং এতে তার ব্যবসায়িক প্রমোশন ও হয়ে থাকে।

ঘ. উন্নয়ন তহবিলে প্রতি ১০০০ টাকা বিক্রয় হিসাবে মাত্র ৩ টাকা (তিন টাকা) হারে অনুদান প্রদান করতে হয় যা প্লাটফর্মের উদ্যোক্তাদের উন্নয়ন ও প্লাটফর্মের মাধ্যমে যশোর শহরের বিভিন্ন সামাজিক কাজে খরচ করা হয়। এছাড়াও প্লাটফর্মের অসুস্থ উদ্যোক্তাদের চিকিৎসা ভাতা, বিনা সুদে লোন প্রদান, উদ্যোক্তাদের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে এই অর্থ ব্যায় হয়।

ঙ. উদ্যোক্তা এ্যাপ থেকে নির্ধারিত সময়ে অর্ডারটি বুকিং করেন এবং ক্রেতাকে ইনভয়েস প্রদান করেন। উক্ত বুকিং সময়ে রাইডার উদ্যোক্তার বাসায় পৌছান এবং প্যাকেজটি পিকআপ করেন। নির্ধারিত সময়েই উদ্যোক্তার বাসা থেকে দূরত্ব অনুযায়ী ক্রেতাদের নিকট পর পর ডেলিভারি করেন। বুকিং সময়ে উদ্যোক্তা এবং ক্রেতা উভয়কেই ফোনের কাছে এলার্ট থেকে এবং নির্ধারিত লোকেশনে থেকে পিকআপ ও ডেলিভারিতে রাইডারকে সর্বাত্মক সহায়তা করবেন।

চ. বুকিং সময়ে ফোন রিসিভ না হলে বা ক্রেতা রিসিভ করতে না পারলে অর্ডারটি বাতিল হয় এবং পুনরায় বুকিং করতে হয়। বাতিল হলে সার্ভিস চার্জের সম পরিমাণ অর্থ জরিমানা হয় যা উদ্যোক্তাকে বহন করতে হয়। আবার যদি ক্রেতা পরবর্তীতে রিসিভ করেন সেক্ষেত্রে জরিমানা ক্রেতা বহন করেন যা সার্ভিস চার্জের সাথে যুক্ত হয়।

ছ. ডেলিভারি শেষে পেমেন্ট উদ্যোক্তা বিকাশে বা পরবর্তী অর্ডার পিকআপ এর দিন ক্যাশ গ্রহণ করতে পারেন।   

জ. দৈনিক বুকিং লিমিট ১০ টি এবং এই লিমিট পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বর্ধিত করে নেয়া যায়।

ঝ. বৃষ্টিতে সার্ভিস আংশিকভাবে চলমান থাকে। ওভারটাইম সার্ভিস প্রযোজ্য। সমগ্র যশোর জেলা কাভারেজ। 

ঞ. বিভিন্ন সময় প্রমোশনাল অফার/ফ্রি ডেলিভারি চার্জ সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

ট. প্লাটফর্মের হাজার হাজার নারী উদ্যোক্তাদের সাথে একটি নেটওয়ার্কে কাজ করার ও পরিচিতি অর্জনের মাধ্যমে বিজনেস প্রসারের সুবিধা রয়েছে। গৌরব রয়েছে।

ঠ. আগামীর উদ্যোক্তা এ্যাপ ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

---

স্বাধীন এ্যাপঃ  (নন-ফুড)

ক. উদ্যোক্তা নিবন্ধন করবেন। নিজের জন্ম সনদ বা এনআইডির তথ্য দিয়ে ভেরিফিকেশন করবেন। আজীবন একটি মাত্র একাউন্ট করতে পারবেন।

খ. এ্যাপ থেকে নির্ধারিত সময়ে অর্ডারটি বুকিং করেন এবং ক্রেতাকে ইনভয়েস প্রদান করেন। উক্ত বুকিং সময়ে রাইডার উদ্যোক্তার বাসায় পৌছান এবং প্যাকেজটি পিকআপ করেন। নির্ধারিত সময়েই উদ্যোক্তার বাসা থেকে দূরত্ব অনুযায়ী ক্রেতাদের নিকট পর পর ডেলিভারি করেন। বুকিং সময়ে উদ্যোক্তা এবং ক্রেতা উভয়কেই ফোনের কাছে এলার্ট থেকে এবং নির্ধারিত লোকেশনে থেকে পিকআপ ও ডেলিভারিতে রাইডারকে সর্বাত্মক সহায়তা করবেন।

গ. বুকিং সময়ে ফোন রিসিভ না হলে বা ক্রেতা রিসিভ করতে না পারলে অর্ডারটি বাতিল হয় এবং পুনরায় বুকিং করতে হয়। বাতিল হলে সার্ভিস চার্জের সম পরিমাণ অর্থ জরিমানা হয় যা উদ্যোক্তাকে বহন করতে হয়। আবার যদি ক্রেতা পরবর্তীতে রিসিভ করেন সেক্ষেত্রে জরিমানা ক্রেতা বহন করেন যা সার্ভিস চার্জের সাথে যুক্ত হয়।

ঘ. ডেলিভারি শেষে পেমেন্ট উদ্যোক্তা বিকাশে বা পরবর্তী অর্ডার পিকআপ এর দিন ক্যাশ গ্রহণ করতে পারেন।

ঙ. সার্ভিসের ক্ষেত্রে বৃষ্টি বা কোন অনাকাঙ্খীত দুর্ঘটনায় আগামীর উদ্যোক্তার সেবা প্রদানের পরই স্বাধীনের সেবা প্রদান করা হয়। এরকম জরুরী মুহূর্তে আগামীর উদ্যোক্তার সেবা প্রদানের পর একান্ত ক্যাপাসিটি না থাকলে ওই সময় স্বাধীনের সেবা বিলম্বিত হতে পারে বা পরের দিন শিফট ও হতে পারে।

চ. দৈনিক বুকিং লিমিট ৮ টি এবং এই লিমিট পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বর্ধিত করে নেয়া যায়।

ছ. মহা সম্মেলন বা ঈদ পুনর্মিলনী সহ সংগঠনের কোন অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজন নেই। কোন প্রকার ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা নেই।

জ. উদ্যোক্তা উন্নয়ন তহবিলে কোন অনুদান জমা দিতে হয় না।

ঝ. বৃষ্টিতে সার্ভিস সাময়িক বন্ধ থাকে। ওভারল্যাপ, অনুরোধমুলক ও ওভারটাইম সার্ভিস রয়েছে। 

ঞ. কেবলমাত্র যশোর জেলা কাভারেজ। 

ট. বিভিন্ন সময় প্লাটফর্মের পক্ষ থেকে প্রমোশনাল অফার প্রযোজ্য নয়।

ঠ.প্লাটফর্মের মূল নেটওয়ার্কের বাইরে একক বিজনেস সিস্টেম। নিজের সুবিধা মত রিটার্ন ও রিফান্ড পলিসি বা বিজনেস পলিসি সাজানো যায় নিজের মত একক ও স্বাধীন ভাবে বিজনেস করা যায়।

ড. স্বাধীন এ্যাপ ইন্সটল করুতে এখানে ক্লিক করুন।

---

উপরোক্ত বিষয়গুলোতে নন-ফুড সাইডের উদ্যোক্তাদের যার যার ব্যক্তিগত সুবিধা ও পছন্দ অনুযায়ী তারা পছন্দ করতে পারেন এবং যার যে প্লাটফর্ম পছন্দ সে সেই প্লাটফর্মের এ্যাপ এ একাউন্ট করে আমাদের সাথে তার ব্যবসায়ীক ক্যারিয়ার গঠন করতে পারেন। আপনার জন্য শুভকামনা। 


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 151 Posts.
Total 84.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Nishan Hasan

অসাধারণ

90 Points.

48 Comments.

26 June 2025.

07:37 AM.


শিহাব উদ্দীন

আলহামদুলিল্লাহ ভাইজান।

Admin.

1,422 Replies.

26 Jun, 2025.

01:03 PM.