প্রিয়জনকে সারপ্রাইজ গিফট ডেলিভারি সংক্রান্ত নীতিমালা
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
২ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে প্রকাশিত।
207 Views.
6 Comments. 290 Points.
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের বিনীত অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১ মে ২০২৫ তারিখের পর থেকে আগামীর উদ্যোক্তা ও স্বাধীন প্লাটফর্মের যে কোন উদ্যোক্তার থেকে সারপ্রাইজ গিফট অর্ডার করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ই-কমার্স নীতিমালা ও স্থানীয় প্রশাসনিক নির্দেশনাক্রমে নিম্ন লিখিত শর্তাবলী অবশ্যই প্রযোজ্য হবে। শর্তাবলীর কোন একটি অংশ বাদ রেখে গিফট সংক্রান্ত কোন অর্ডার গ্রহণ করা থেকে সকল উদ্যোক্তাদের বিরত থাকতে বলা হল। অন্যথা যে কোন দুর্ঘটনায় বা জটিলতায় উদ্যোক্তা নিজে দায়ী থাকবেন এবং দেশের প্রচলিত আইনে প্রশাসনের নিকট তাকে সোপর্দ করা হবে।
শর্তাবলীঃ
১. যিনি অর্ডার করেছেন এবং যার জন্য করেছেন প্রত্যেকে প্রত্যেকের পরিচিত হতে হবে বা পরিচয় দিলে চিনতে পারতে হবে।
২. যিনি রিসিভ করবেন তাকে অবশ্যই কে প্যাকেজটি পাঠিয়েছে সেটা সুস্পষ্ট ভাবে জানতে হবে বা জানাতে হবে। তথ্য গোপন করে কেউ অর্ডার করলে বা গিফট অর্ডার বিষয়টি উদ্যোক্তাকে আগেই না জানালে তা প্রতারণা হিসাবে ধরে নেয়া হবে এবং যে কোন জটিলতায় সরাসরি অর্ডারকারীকে বিনা নোটিশে কমিটির সিদ্ধান্তে ব্যান করা হতে পারে।
৩. উদ্যোক্তা নিজে রিসিভারকে ফোন করে অর্ডারটি সম্পর্কে জানাবেন এবং অনুমতি নিবেন।
৪. যদি রিসিভার অনুমতি দেন এবং প্যাকেজটি রিসিভ করতে কোন আপত্তি নেই জানান তবেই অর্ডার বুকিং করবেন। এখানে সর্বাবস্থায় মনে রাখতে হবে যিনি স্পন্সর করছেন তিনি আমাদের ভোক্তা নন বরং যিনি রিসিভ করবেন/ভোগ করবেন তিনিই আমাদের ভোক্তা। তাই রিসিভারকে মূল ভোক্তা হিসাবে ধরে প্রশিক্ষণ ক্লাসে আলোচিত সকল বিষয় মেনে চলতে হবে।
৫. কে প্যাকেজটি পাঠিয়েছে, প্যাকেজে কি আছে, কখন প্যাকেজটি রিসিভারের নিকট পৌছাবে, কখন রিসিভারকে ফোনের কাছে ও নিজ লোকেশনে এলার্ট থাকতে হবে সবই উদ্যোক্তা নিজ দায়িত্বে রিসিভারকে অবহিত করবেন।
৬. বিন্দু পরিমাণ কোন তথ্য গোপন রেখে সরাসরি রিসিভার এর নিকট বুকিং করে প্যাকেজ রাইডার কে দিয়ে রিসিভারের লোকেশনে পাঠিয়ে দেয়ার কোন সুযোগ নেই।
৭. রিসিভার সব কিছু জেনে অনুমতি না দিলে অর্ডার বুকিং করা যাবে না।
৮. বিদেশ দূরের কোন জেলা বা লোকেশন থেকে যশোরে অবস্থান করছেন এমন কোন আত্মীয়ের জন্য অর্ডার করছেন এরকম সকল অর্ডার রিসিভারের অনুমতি স্বাপেক্ষে যাবে। তবে রিপিট কাস্টমার হলে প্রথমবারই অনুমতি নিতে হবে পরের বার থেকে না নিলেও চলবে।
৯. রিসিভারকে প্রতিবার যিনি অর্ডার করেছেন তিনি বা উদ্যোক্তা নিজ দায়িত্বে ইনভয়েস পৌছে দিবেন এবং ইনভয়েসে থাকা OTP রাইডারকে প্রদান করেই রিসিভার প্যাকেজ সংগ্রহ করবে। প্রতিটি অর্ডারের আলাদা ইনভয়েস ও আলাদা OTP থাকবে। যিনি স্পন্সর করেছেন তিনি রাইডারকে ফোন করে বা রাইডার তাকে ফোন করে OTP গ্রহণ করবে না বরং রিসিভারের থেকেই সরাসরি গ্রহণ করবে।
১০. বুকিং সব সময় রিসিভারের মোবাইল নম্বরে করতে হবে। যিনি স্পন্সর করেছেন তার মোবাইল নম্বর অতিরিক্ত নম্বর এর স্থানে দিতে হবে। রাইডারকে রিসিভার গোপন OTP দেবার মাধ্যমে এটাই নিশ্চিত হবে যে রিসিভার এই অর্ডারের বিষয়ে শতভাগ অবগত ও অনুমতি প্রদান করেছেন।
উপরোক্ত ১০ টি শর্ত শতভাগ মেইনটেইন করতে পারলেই অর্ডারটি গ্রহণ করুন। অন্যথা অর্ডারটি গ্রহণ করবেন না বা নিজ দায়িত্বে ম্যানেজমেন্ট করবেন এ্যাপ থেকে বুকিং করবেন না। কোন উদ্যোক্তা এই নীতিমালা অগ্রাহ্য করে বুকিংকৃত অর্ডারের জটিলতার সমস্ত দায় নিবেন এবং নীতিমালা ভঙ্গ করেছেন প্রমাণিত হলে কমিটির সিদ্ধান্তে সদস্যপদ বাতিল হতে পারে।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Jesmin Afroje VVIP
চমৎকার নীতিমালা এবং খুব সুন্দর ভাবেই উপস্থাপন করা হয়েছে। এরপরেও অনেকেই বলবে কিছুই বুঝি নাই, বুঝতে পারছি না। তাদের জন্য পরামর্শ লেখাটি ভালোভাবে কয়েকবার পড়ুন এবং আত্মস্থ করার চেষ্টা করুন।
215 Points.
52 Comments.
03 July 2025.
09:52 PM.
শিহাব উদ্দীন
জি আপু। তবে আমরা অবুঝদের নিয়ে বিজনেস করা ছেড়েছি ২০২৩ এ। কোন অবুঝের আর সুযোগ থাকছে না প্লাটফর্মে থেকে গোজামিল করার। বুঝদার সিরিয়াসদের নিয়েই আমরা পথ চলতে চাই। ❤️
Admin.
1,422 Replies.
03 Jul, 2025.
10:39 PM.
Samira
ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব সকল নীতিমালা মেনে চলার।
61 Points.
98 Comments.
03 July 2025.
04:49 PM.
শিহাব উদ্দীন
শুভকামনা আপু ❤️
Admin.
1,422 Replies.
03 Jul, 2025.
05:24 PM.
Nusrat
ভালো উদ্যোগ
14 Points.
100 Comments.
03 July 2025.
04:22 PM.
শিহাব উদ্দীন
আলহামদুলিল্লাহ আপু ❤️
Admin.
1,422 Replies.
03 Jul, 2025.
05:25 PM.