আয়-ব্যয় বিবরণীঃ ব্যালেন্স শিট ঈদ পুনর্মিলনী ২০২৫
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
৪ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে প্রকাশিত।
79 Views.
2 Comments. 405 Points.
আগামীর উদ্যোক্তা প্লাটফর্ম সদা সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহীতায় বিশ্বাসী। উদ্যোক্তাদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা উন্নয়ন তহবিল কর্তৃক আয়োজিত প্লাটফর্মের সকল কার্যক্রমের আয়-ব্যয় হিসাব বিবরণী আমরা নিয়মিত ভিত্তিতে প্রকাশ করে থাকি।
গোপনীয়তা নয় বরং আমরা চাই আমাদের সকল বিষয় সকলের সম্মুখে তুলে ধরে সকলের সঠিক তথ্য জানার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে। প্রতিটি হিসাব প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত আয়োজক কমিটির মাধ্যমে নিশ্চায়িত এবং আয়োজক কমিটির প্রতিটি অংশে একাধিক উদ্যোক্তা সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ হয়ে অনুষ্ঠান আয়োজনের সকল ব্যয় নির্বাহ ও আয়োজন সম্পন্ন করেন। যেমন ডেকোরেশন টিম, পুরস্কার টিম, অডিটোরিয়াম টিম, ফুড টিম, লাইটিং টিম, মিডিয়া কাভারেজ টিম ইত্যাদি। প্রতিটি টিমের আবার ১ জন করে টিম লিডার এবং তার আওতায় কয়েকজন করে উদ্যোক্তাকে সহযোগী সদস্য হিসাবে যুক্ত করা থাকে।
প্রতিটি টিম তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় অর্থ খরচ করেন এবং উন্নয়ন তহবিল থেকে উপযুক্ত প্রমাণাদি প্রদর্শন পূর্বক খরচকৃত অর্থ গ্রহণ করেন। অনুষ্ঠান আয়োজন শেষে এই হিসাবের একটি ব্যালেন্স শিট বা আয়-ব্যয় হিসাব পাবলিকটি পোস্ট করে সকলের জন্য উন্মুক্ত করা হয় যাতে করে সাধারণ ক্রেতা, উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলের নিকট স্বচ্ছতা নিশ্চিত হয়।
তারই ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ এর আয়-ব্যয় হিসাব প্রকাশ করা হল। যে কোন টেকনিক্যাল সমস্যায় হিসাবের পেজটি দেখতে সমস্যা হলে অবশ্যই অফিসে বিষয়টি 01511-513858 নম্বরে জানান। হিসাবটি দেখতে এখানে ক্লিক করুন।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Saima Khanom CIP
স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ধন্যবাদ।
405 Points.
3 Comments.
19 May 2025.
08:20 AM.
জি অবশ্যই। তথ্য অধিকার নিশ্চিত করতে আমরা বাধ্য।
Admin.
1,397 Replies.
19 May, 2025.
08:20 AM.