Article Image

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এর আচরণবিধী


প্রচার সম্পাদক নোটিশ বোর্ড বিভাগ।
৮ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে প্রকাশিত।
148 Views.   8 Comments.   560 Points.


বছর ঘুরে আবার এল আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫। আসছে ১৬ মে শুক্রবার বিকালে সম্পূর্ণ শিতাতপ নিয়ন্ত্রীত অত্যাধুনিক সুবিধা সম্বলিত অডিটোরিয়াম জাগরণী চক্র ফাউন্ডেশন, জনপদ-২ এ দেখা হবে বিকাল ৩ টায় ইনশাআল্লাহ। 

৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে থাকবেন কমিটির মাধ্যমে মনোনীত ২ জন আপু। শিক্ষার্থী বা গৃহিণী থেকে যশোরের বুকে ই-কমার্স বিজনেস করে ঘরে বসেই আত্মনির্ভরশীল ও নিজের আলাদা একটি পরিচয় তৈরি করে রোমাঞ্চকর ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছেন এমন নারীদের সফলতার গল্প শুনব আমরা এই আয়োজনে। থাকবে তাদের জন্য বিশেষ সম্মাননা স্মারক ও মেগা সেলিব্রেশন। 

শুক্রবার সকাল ১০ টায় ডেকোরেশন টিম ভেন্যুর দায়িত্ব বুঝে নিবেন সুব্রত দাদার থেকে। এরপর ১২.৩০ এ নিশান ভাই ও হাসানকে ভেন্যু বুঝে দিয়ে স্থান ত্যাগ করবে ডেকোরেশন টিম। ভেন্যুর সাউন্ড সিস্টেম সহ যাবতীয় সিটিং এ্যারেঞ্জমেন্ট বুঝে নিয়ে নামাজ শেষে ২ টা থেকে অবস্থান নেবে নিরাপত্তা টিম। ৩ টা থেকে এন্ট্রি টিকিট প্রদর্শন করে গেট থেকে এন্ট্রি শুরু হবে। এ সময় টিকিট স্ক্যান করে এন্ট্রি+ফুড গ্রহণ করে নিতে হবে। সবুজ এন্ট্রি টিকেট প্রদর্শন ছাড়া কেউ প্রবেশ করতে বা খাবার নিতে পারবেন না। এই আইন সবার জন্যই সমান। বিকাল ৪ টার পর আর কোন ফুড প্রদান করা হবে না। এন্ট্রি নিতে পারবেন। ৪ টায় বেচে যাওয়া ফুড বাইরে বিতরণ করে দেয়া হবে বা সরিয়ে নেয়া হবে।

কোন অবস্থাতেই যত্রতত্র খাবারের প্যাকেট বা টিস্যু পেপার ফেলে নোংরা করা যাবে না। ময়লা নিজ উদ্যোগে যথা স্থানে ফেলুন। হাত ধোবার বা ওয়াশরুম এর ব্যবস্থা রয়েছে নারী পুরুষ পৃথক ভাবে ব্যবহার করুন। 

সব ধর্মের সকলেই শালীন পোষাক পরিধান করে আসবেন। মুসলিম নারীরা হিজাব ব্যবহার করুন বা মিনিমাম চুল খোলা না রাখার অনুরোধ রইল। আপনার ছবি বা ভিডিও রেকর্ড এবং তা অনলাইনে প্রকাশ করা হবে তাই সেভাবে আপনার পর্দা নষ্ট না হয় এমন পোষাক পরিধান করুন। অশালীন পোষাক পরিহীত অবস্থায় কেউ অডিটোরিয়ামে প্রবেশ করতে পারবেন না। হলে প্রবেশের পর মঞ্চের কাছ থেকে সারি আগে পূর্ণ করে বসবেন। স্বেচ্ছাসেবকরা এটা নিশ্চিত করবেন। সামনের কাতার খালি রেখে এলোপাতাড়ি বিচ্ছিন্নভাবে বসে অনুষ্ঠানের শোভা নষ্ট করা যাবে না। পরিচিত বা অপরিচিত সবার সাথে মিলে মিশে বসুন, মনখুলে আলাপ করুন ও পরিচিত হোন। তবে অনুষ্ঠান শুরু হবার পর পিন পত্তন নিরবতা থাকবে।

অনুষ্ঠান ৩ ঘন্টা সময় যাবত অনুষ্ঠিত হবে বিধায় মাগরিবের আজানের পূর্বে কেউ কোন অজুহাতে বের হতে পারবেন না। প্রয়োজনে বাসায় বিষয়টি জানিয়ে আসুন এবং সময় নিয়ে আসুন। অনুষ্ঠানে উপস্থিত হয়েই বাড়ি যাব বাড়ি যাব তাড়া দেখাবেন না। শান্ত হয়ে বসুন। অনুষ্ঠান শেষে ফটোসেসন করে বাসায় রওনা হোন। বছরে সকলে একত্রিত হবার এরকম সুযোগ আর দ্বিতীয়টি পাবেন না। ছবি তুলতে আপত্তি থাকলে আগেই জানিয়ে দিন। ছবি তুলার পর সবার ছবি ভাল এসেছে গ্রুপ ছবিতে আপনার টা ভাল আসেনি বলে পোস্ট করা হবে না এমন কোন আপত্তি গ্রহণযোগ্য নয়। তাই ছবি তুললে জেনে বুঝে এবং ছবি তোলার সময় মার্জিত ভাবে পোষাক সাজিয়ে নিন।

আপনি আজ পুরস্কার পাননি তাই প্রোগ্রামটাতে অমনোযোগী থাকবেন না। একদিন আপনিও পুরস্কার পাবেন সেদিন বাকিরাও আপনাকে মন থেকে দেয়া ও সংবর্ধনা দিবে। বাচ্চাদের নিজ দায়িত্বে রাখুন। অবুঝ বাচ্চা নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকুন। মিনিমাম আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এরকম বাচ্চা বা স্কুল পড়ুয়া বা সাড়ে ৩ বছরের বেশি বয়সী বাচ্চা সাথে আনতে পারেন। বাচ্চা কান্নাকাটি করলে সিট থেকে বাইরে বের হয়েতাকে শান্ত করুন।

ধৈর্য্য সহকারে সকলের বক্তব্য ও অনুষ্ঠানের প্রতিটি বিষয় মনযোগ সহকারে শুনুন ও বুঝে নিন। আগামিতে আপনিও হয়তো এই একই অনুষ্ঠানে সম্মাননা পাবেন আগামী বছর সেই স্বপ্ন তৈরি করে বাসায় ফেরত যাবেন ইনশাআল্লাহ। ভুল ত্রুটি অবশ্যই নিজেদের প্রোগ্রাম হিসাবে নিজেদেরই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ধন্যবাদ সকলকে।। 


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, প্রচার সম্পাদক

Writer & Web Portal Moderator.
Pulished 11 Posts.
Total 3.3K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Lopa Mirza VIP

ঈদ পুনর্মিলনে আমাদের জন্য অনেক বড় একটা অনুষ্ঠান। এত সুন্দর গোছানো একটা অনুষ্ঠান হোমমেড প্ল্যাটফর্মের মত আর দ্বিতীয় টা কোথাও নাই। আমাদের সকলের সহযোগিতায় আমরা একটা খুব ভালো একটা অনুষ্ঠান সবাইকে উপহার দিব ইন শাহ আল্লাহ

108 Points.

73 Comments.

12 May 2025.

08:34 PM.


ইনশাআল্লাহ আপু। ভাল কিছুর প্রত্যাশায় সব সময়। খোদা কবুল করুন।

Admin.

1,397 Replies.

13 May, 2025.

01:54 AM.

Nahid Sultana VVIP

ঈদ পুনর্মিলনীর মতো একটা সুন্দর অনুষ্ঠান প্রত্যেক উদ্যোক্তার জন্য একটা আশীর্বাদ। তাই সকলের সর্বাত্মক সহযোগিতায় একটা সফল অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ

267 Points.

44 Comments.

12 May 2025.

07:03 PM.


ইনশাআল্লাহ আপু। অপেক্ষায় আছি।

Admin.

1,397 Replies.

12 May, 2025.

07:48 PM.

Sayma Dipti

পুরো বছর ধরেই দুইটা দিনের অপেক্ষাতেই থাকি। একটা ঈদ পুনর্মিলনী অন্যটি মহাসম্মেলন। ঈদ পুনর্মিলনীতে আসতে পারবো ইনশাআল্লাহ এই আশা রাখছি এবং পুরো প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হোক এই দোয়া করছি।

6 Points.

8 Comments.

12 May 2025.

05:44 PM.


ইনশাআল্লাহ আপু ❤️

Admin.

1,397 Replies.

12 May, 2025.

05:51 PM.

S.R SHUVO VIP

মহাসম্মেলনের পর বৃহৎ আয়োজন ঈদ পুনঃর্মীলনি তে আমরা সকলের আমাদের অবস্থান থেকে বেস্ট টা দেওয়ার চেষ্টা থাকবে। প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করি

179 Points.

35 Comments.

12 May 2025.

05:36 PM.


ইনশাআল্লাহ ❤️

Admin.

1,397 Replies.

12 May, 2025.

05:50 PM.