Article Image

মাত্র ৩৩ দিনে অর্ধলাখপতি হলেন তানি আপু !


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ বছর ৬ মাস ৫ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে প্রকাশিত।
143 Views.   0 Comment.   0 Points.


এ বছরের  (২০২৩) অক্টোবর মাস যেন আজীবন স্মরণীয় হয়েই থাকবে। একটার পর একটা রেকর্ড যেন পোস্ট করেই পারছিনা আর একটা রেকর্ড হচ্ছে। আলহামদুলিল্লাহ।

অভিনন্দন আমাদের প্লাটফর্মের নতুন উদ্যোক্তা Tani Afroz আপুকে। বিজনেস শুরুর মাত্র ৩৩ দিনে ৫৭,৩৬০ টাকা সেলস করে প্লাটফর্মের ৩ বছরের ইতিহাসে সব থেকে দ্রুততম অর্ধলাখপতি রেকর্ড করেছেন। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

যশোরের এমন হাজারো নারী রয়েছেন যাদের প্রতিভা আছে এবং হাতের রান্না ভাল। তবে ই-কমার্স উদ্যোক্তা হিসাবে সে কতটা প্রতিভাবান সেটাই প্রমাণের মঞ্চ আগামীর উদ্যোক্তা। প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা যশোরের ই-কমার্স মার্কেপ্লেসে তাদের সফলতা অর্জনে সকল প্রকার সহায়তা নিয়ে সব সময় পাশে থাকি একটি পরিবারের মত যেখানে ১২,০০০+ কাস্টমারদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে, সেলস পোস্ট থেকে শুরু করে রিভিউ পর্যন্ত প্রতিটা স্টেপ এ দক্ষতা অর্জনে উদ্যোক্তাদের সর্বোচ্চ প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.2K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now