১টি অর্ডারে ৩১ পিস কেক ডেলিভারি রেকর্ড সামিরা আপুর !
শিহাব উদ্দীন
শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ মাস ১৯ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে প্রকাশিত।
187 Views.
0 Comment. 0 Points.
আলহামদুলিল্লাহ। বেকিং আইটেমস সাইডে ১ টি সিঙ্গেল অর্ডারে ৩১ পিস ডেকোরেশন কেক ১ জন কাস্টমারকে একসাথে শহর থেকে দূরে ১০০% অক্ষত ডেলিভারি করে যশোরের ইকমার্স হোম কিচেনের বিজনেস ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন আমাদের স্বপ্নচারিণী টিমের উদ্যোক্তা Samira Shipu আপু, আপুর বড় মেয়ে ও টপ সিনিয়র রাইডার Tanjim Hasan Ornob।
কারোরই দক্ষতা ও যোগ্যতার কোন তুলনা হবে না৷ যদিও কাস্টমার নিজেই তার পছন্দে ডেকোরেশন করিয়ে নিয়েছেন। তবে এর থেকেও হার্ড ডেকোরেশন হলে হাসানের দক্ষতার আরো বড় রেকর্ড হত!
অভিনন্দন ও শুভকামনা আপু ও হাসানের জন্য। আপনাদের প্রতি ও সম্মানিত ক্রেতা যিনি এত বড় একটা অনুষ্ঠানে প্লাটফর্মের সিনিয়র উদ্যোক্তাকে বেছে নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। এরকম শ্রেষ্ঠ টিমের পক্ষে আসলে সবই সম্ভব। ❤️
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now