Article Image

ঘরে বসে মাসে লাখ টাকা আয় করে রেকর্ড গড়লেন তাহিন আপু !


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ বছর ২ মাস ২৪ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে প্রকাশিত।
153 Views.   0 Comment.   0 Points.


আলহামদুলিল্লাহ। জানুয়ারি-২০২৪ এর এক মাসে ৯৯,২২৫ টাকা সেলস করে নতুন সেলস রেকর্ড সম্পন্ন করেছেন সাবেকুন নাহার পপি আপু৷ ২০২০ থেকে এই প্রথম Agamir Uddokta Foundation এর ২৯ ডিসেম্বর ২০২৩ মহা সম্মেলনে মাত্র ১ লাখপতি হিসাবে সেলিব্রেশন নিয়ে আমাদের প্রিয় মুখ Tahsina Tahin আপু পরের মাস অর্থাৎ জানুয়ারি মাসের ৩১ দিনে ৯৯,২২৫ টাকা সেলস করেছেন। এছাড়া জানুয়ারি মাসে প্লাটফর্মে সকল বাঘা বাঘা উদ্যোক্তাদের ছাড়িয়ে তিনি মাসিক সেলস এও শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

একটি বেসরকারি ব্যাংক এ ফুল টাইম চাকুরির পাশাপাশি যেখানে আপুর পোস্টিং বাঘারপাড়া শাখায় সেখান থেকে শহরে আপ ডাউন করার পরও প্লাটফর্মের সকল নীতিমালা মেনে, বিজনেস রুলস ফলো করে, দ্রুত সময়ে সফলতা পাবার সিক্রেট রেসিপি হিসাবে প্লাটফর্ম থেকে পাওয়া ৩ মাস মেয়াদি ফ্রি স্পেশাল ট্রেনিং কোর্স শেষ করে, ছোট বাচ্চা ও পরিবার সামলিয়ে এই সেলস রেকর্ড করাটা আপুর জন্য কতটা অসম্ভব রকম চ্যালেঞ্জিং ছিল সেটা সবাই উপলব্ধী করতে পারবেন সহজেই৷ আমি অবাক ও বিমহীত। আপুর থেকে আমিও এতটা ভাল কল্পনা করিনি ❤️

একজন উদ্যোক্তা যখন প্লাটফর্মে যুক্ত হন শূন্য থেকে তার প্রোফাইল শুরু হয়। গুটি গুটি পায় সেই শূন্য থেকে একদিন তিনি প্লাটফর্ম থেকে প্রশিক্ষণ গ্রহণ ও সঠিক দিক নির্দেশনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে নিজের সততা ও পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন সফল করতে সর্বোচ্চ চেষ্টা করে যান। আমরা আপুর ব্যবসায়ে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপুর এই রেকর্ড আগামিকে কে কবে ভাঙতে পারবেন সেটাই দেখার পালা। ❤️❤️


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.2K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now