Article Image

১২০ দিনে ১১৯৩ পিস পিজ্জা বিক্রি করে যশোরে ভাইরাল তাহিন আপু !


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
৮ মাস ১৮ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে প্রকাশিত।
533 Views.   0 Comment.   0 Points.


অভিনন্দন Tahsina Tahin আপুকে। যশোর শহরে মাত্র ১২০ দিনে ১১৯৩ পিস ভাইরাল পিজ্জা কম্বো সেলস করে অবিশ্বাষ্য ও অকল্পনীয় রেকর্ড করেছেন। গত রমজানে রাইজিং স্টার হিসাবে সম্মাননা পাওয়া সাবেকুন নাহার পপি আপু মাত্র ১০ মাসের ব্যবধানে প্লাটফর্মের মিলিওনিয়ার ক্লাবের সিনিয়র উদ্যোক্তাদের মাঝে জায়গা করে নিয়েছেন যা এর আগে কেউ করে দেখাতে পারেনি।

আগামীর উদ্যোক্তা একটি বিজনেস প্লাটফর্ম। এখানে সিনিয়র জুনিয়র নির্ধারিত হয় তার সেলস, মেধা ও প্রতিভার উপর ভিত্তি করে, কে বয়সে বড়, কে আগে বিজনেস শুরু করেছে এসব কিছুই ধর্তব্য নয়। দুর্দান্ত গতিতে এগিয়ে চলা পপি আপু মাত্র ৩৬৯ দিনে ১ হাজার ৯ শত ২৩ টি ডেলিভারি সম্পন্ন করে সেলস করেছেন ৬ লক্ষ ২০ হাজার ৫৮০ টাকা। আমরা আপুর জন্য মন থেকে দোয়া করি।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 151 Posts.
Total 84.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now