Article Image

১ দিনে একসাথে ৩ উদ্যোক্তা হলেন অর্ধলাখপতি !


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ বছর ৫ মাস ৩০ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে প্রকাশিত।
144 Views.   0 Comment.   0 Points.


অক্টোবর মাসটা আমরা কোনদিন হয়তো ভুলতে পারব না। মাসের প্রতিটি দিন আমরা আমাদের নতুন উদ্যোক্তাদের থেকে চমকের পর চমক দেখেছি। হয়েছে একটার পর একটা নতুন রেকর্ড ও। তারই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ দিনের শেষ রেকর্ড টার পোস্ট না দিলেই নয়।

অভিনন্দন, ১ দিনে অর্ধ-লাখপতি হওয়া আমাদের ৩ জন নতুন উদ্যোক্তা Faria Islam Puspeta, Neelima Nourin Samia, Nourin Akter Urmi আপুদের। চলতি মাসের একই দিনের ২৪ ঘন্টায় ৩ জন এক সাথে অর্ধলাখপতি হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের দ্রুতই লাখপতি করে দিন দোয়া করি।

সোনার চামুচ মুখে নিয়ে আগামীর উদ্যোক্তার জন্ম হয়নি। ২০২০ সাথে যাদের কেউ কোনদিন চিনত না, নাম ও জানত না, মাসে বা ২ মাসে যাদের কোন গ্রুপে কোনদিন কোন কাস্টমার রিভিউ ও ছিল না এরকম নতুন উদ্যোক্তাদের নিয়েই তিল তিল পায় আগামীর উদ্যোক্তা আজ এই পর্যন্ত এসেছে। শূন্য থেকে শুরু করে উদ্যোক্তাদের নার্সিং করে তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা সময়োপযোগী করে গড়ে তুলেছি।

আপনার সন্তান অনেক ব্রিলিয়্যান্ট হবার পরও আপনি একটা ভাল স্কুল বা কলেজে তাকে ভর্তি করতে চান। কখনও বা অমনোযোগী সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিয়ে বা সঠিক পরিবেশ পেলে সেও ভাল ফলাফল করতে পারে। আগামীর উদ্যোক্তা ঠিক এমনই একটি বিজনেস স্কুল। যেখানে আপনি প্রতিভাবান হোন বা না হোন, সঠিক পরিবেশ ও সঠিক দিক নির্দেশনার সাথে প্রশিক্ষণের মাধ্যমে নিজের সর্বোচ্চ আউটপুট আপনি সহজেই অর্জন করতে পারবেন যদি আপনার রিযিকে থাকে। একটি প্রতিষ্ঠান থেকে ১০০ শিক্ষার্থী A+ মানে শুধু সেটা ঐ ১০০ শিক্ষার্ধীর একার কৃতিত্ব নয় বরং সেই শিক্ষা প্রতিষ্ঠানেরও কৃতিত্ব ও সুনাম এর পরিচয় বহন করে।

ই-কমার্স বিজনেসের শুরু থেকে সকল বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে প্রতি ১০০ ঘন্টায় ১ জন করে অর্ধলাখপতি হচ্ছেন আমাদের উদ্যোক্তারা। ২০২৪ সালের ভেতরে প্রতি ১০০ ঘন্টায় ১ জন লাখপতি উদ্যোক্তা যশোরকে উপহার দিতে চাই আমরা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.2K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now