Article Image

প্লাটফর্মের স্ট্যান্ডার্ড সেলস পোস্ট ফরম্যাট


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৩ বছর ১ মাস ২৯ দিন ৫১ মিনিট আগে প্রকাশিত।
257 Views.   0 Comment.   0 Points.


উদ্যোক্তাদের প্রতিঃ গ্রুপে বিজনেস করতে হলে প্লাটফর্মের রিটার্ন ও রিফান্ড পলিসি সহ ১০০% সকল নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সকল প্রকার নেগেটিভ ও পজিটিভ রিভিউ গ্রুপে এ্যাপ্রুভ হবে তাতে আপনার বিজনেস হোক বা না হোক সেটা মাথায় রেখেই খাবারের মান নিশ্চিত করতে হবে।

১. ফুডিস ক্লাব যশোর কোন উদ্যোক্তা গ্রুপ নয়, এটি একটি কাস্টমার নির্ভর ই-কমার্স প্লাটফর্ম বা সেলস গ্রুপ। তাই উদ্যোক্তাদের থেকে কাস্টমারদের স্বার্থকে বা তাদের মতামত ও কেনাকাটার সুবিধা বা নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়েই আমাদের সকল কার্যক্রম বা অফার পরিচালিত হয়।

২. গ্রুপে কত হাজার মেম্বার তার থেকে আমাদের কত হাজার রেগুলার কাস্টমার প্রতি মাসে কত লক্ষ টাকার কেনাকাটা করছে সেটা বলতে আমরা বেশি গর্ববোধ করি।

৩. ফুডিস ক্লাব হাজার হাজার ইনএকটিভ ফেসবুক আইডির গ্রুপ নয় বরং হাজার হাজার নিবন্ধিত লোকেশন ভেরিফায়েড একটিভ রেগুলার কাস্টমার এর গ্রুপ।

৪. গ্রুপে বিজনেস করতে কোন প্রকার ধান্দাবাজি, এ্যাডমিন মডারেটরদের সাথে লিয়াজু মেইনটেইন, তাদের তেল দেয়া, ফ্রি খাবার পাঠানো, এডমিন মডারেটরকে খুশি করা, লবিং, মেলা, পার্কে বসে মিটিং, মিছিল, মিটআপ, টাকা পয়সা, রেজিষ্ট্রেশন ফিস, সেলার কোড এর প্রয়োজন নেই।

৫. আমাদের সম্মানিত গ্রাহক বা কাস্টমারদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্যোক্তাদের ১০০% হালাল বিজনেস নিশ্চিত করতে যতক্ষণ স্বামর্থ থাকবে গ্রুপ চলবে নতুবা কোন প্রকার ছাড় দিয়ে গ্রুপ চালানো হবেনা ইনশাআল্লাহ।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.1K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now