এতিমখানা তহবিলে সঠিক নিয়মে দান প্রসঙ্গে
এ্যাডমিন
নোটিশ বোর্ড বিভাগ।
৫ মাস ৪ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে প্রকাশিত।
222 Views.
0 Comment. 0 Points.
এতিমখানা তহবিলের সম্মানিত মাসিক দাতা সদস্যদের সবিনয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার মাসিক দান বিকাশের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে এ্যাপ এ সঠিক প্রক্রিয়া ও টিউটোরিয়াল দেয়া রয়েছে। এ্যাপ এ দেয়া নির্দেশনার বাইরে নিজের পছন্দ অনুযায়ী টাকা পাঠালে তা সাধারণ দান হিসাবে গৃহীত হবে এবং পুনরায় মাসিক দান সঠিক নিয়মে পাঠাতে হবে। টাকা পাঠিয়েছি এমন স্ক্রিনশট দেখিয়ে দান আপনার দাতা একাউন্টে ম্যানুয়ালি উঠানো সম্ভব নয়। সঠিক ভাবে সঠিক রেফারেন্স সহ দান পাঠালেই কেবলমাত্র আপনার দাতা একাউন্টে দান যুক্ত হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি থাকলে দাতা সদস্য একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ রইল।
কোন দাতা সদস্য যদি সঠিক নিয়মে দান পাঠাতে না চান না শিখে নিতে সমস্যা মনে কয় বা কঠিন লাগে সেটা জানিয়ে নিজের দাতা একাউন্ট ইনএকটিভ করে রাখতে পারেন। ম্যানুয়ালি কোন দান পাঠালে সেটা আমাদের পক্ষে আর ম্যানেজমেন্ট করা আর সম্ভব হচ্ছে না। প্রক্রিয়াটি সহজ করতে সকলের সহায়তা একান্ত কাম্য।
মাসিক দান পরিশোধ পূর্বক এ্যাপ থেকেই Orphanage Fund অপশনে গেলে শুরুতেই আপনার দাতা একাউন্ট বন্ধ করার অপশন পাবেন। এখানে ক্লিক করেই আপনি একাউন্ট নিজে নিজেই বন্ধ করতে পারবেন। এরপর ভবিষ্যতে কোনদিন দান পাঠাতে চাইলে পুনরায় একই ভাবে একাউন্ট সক্রিয় করুন অপশন থেকে একাউন্ট সক্রিয় করে নিতে পারবেন। এরপরও বুঝতে না পারলে টিম লিডার এর সহায়তা নিন।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now