Article Image

এতিমখানা তহবিলে সঠিক নিয়মে দান প্রসঙ্গে


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
২ মাস ২৮ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে প্রকাশিত।
141 Views.   0 Comment.   0 Points.


এতিমখানা তহবিলের সম্মানিত মাসিক দাতা সদস্যদের সবিনয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার মাসিক দান বিকাশের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে এ্যাপ এ সঠিক প্রক্রিয়া ও টিউটোরিয়াল দেয়া রয়েছে। এ্যাপ এ দেয়া নির্দেশনার বাইরে নিজের পছন্দ অনুযায়ী টাকা পাঠালে তা সাধারণ দান হিসাবে গৃহীত হবে এবং পুনরায় মাসিক দান সঠিক নিয়মে পাঠাতে হবে।


কোন দাতা সদস্য যদি সঠিক নিয়মে দান পাঠাতে না চান না শিখে নিতে সমস্যা মনে কয় বা কঠিন লাগে সেটা জানিয়ে নিজের দাতা একাউন্ট ইনএকটিভ করে রাখতে পারেন। ম্যানুয়ালি কোন দান পাঠালে সেটা আমাদের পক্ষে আর ম্যানেজমেন্ট করা আর সম্ভব হচ্ছে না। প্রক্রিয়াটি সহজ করতে সকলের সহায়তা একান্ত কাম্য।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.3K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now