Article Image

আসন্ন রমজানের বিজনেস রুটিন


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
১ মাস ২৬ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে প্রকাশিত।
355 Views.   0 Comment.   0 Points.


প্রতি বছর রমজান আসে। হয়তো এটাই আমাদের জীবনে শেষ রমজান। গতবছর রমজানে যে পাশে ছিল সে এ বছর রমজান পায়নি। আগামি বছর হয়তো আমার সিরিয়াল হতেও পারে। তাই রমজানের উসিলায় খোদা যেন আমাকে ও আমাদের সকল উদ্যোক্তা আপু ও তাদের পরিবারের সকলকে নাজাতের ফয়সালা করে দেন এই দোয়া করি। কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না৷

রমজানে ইবাদাত এর পাশাপাশি পরিবারকে নিয়ে ঈদ আনন্দ ও রোজাদারদের সেবায় সকলে আমরা এক হয়ে কাজ করছি। একটি সুশৃঙ্খল পরিবেশ আমাদের কাজের পরিবেশকে করেছে আরো সহজ ও সকলের জন্য লাভজনক। ইতোপূর্বে সার্ভিস রুটিন পোস্ট করা হলেও এখনও কয়েকজনের কনফিউশন থাকতে পারে। তাই পুনরায় এই ভিজুয়াল রুটিন পোস্ট করা হল। সকলের ব্যবসায় খোদা বারাকাহ বাড়িয়ে দিন।

নসিয়তঃ ম্যানেজার সাহেবের সাথে কথা না বলে কোন অর্ডার বাতিল করবেন না। রান্না খাবার সাইডের আপুরা নতুন করে আর কোন শোলার (অপচনশীল) ওয়ান টাইম বক্স না কেনার অনুরোধ করছি। আমরা দ্রুতই ৬৬০ এম এল হাফ বক্স ও ৭৫০ এম এল ফুল বক্স হিসাবে অফিসিয়ালি কাগজের বক্স এ চলে যাব ইনশাআল্লাহ। অফিসিয়াল বক্স সংগ্রহ করতে পারবেন বাজার দরেই। বর্তমান ম্যানেজার Nishan Hasan ভাই এর ব্যবস্থাপনায় তার থেকে অর্ডার করতে পারেন।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.1K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now