রাইডারদের ঈদ সেলামি বা হাদিয়া প্রসঙ্গে
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
৩ মাস ৯ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে প্রকাশিত।
511 Views.
0 Comment. 0 Points.
বছর ঘুরে আবার এল সেই শুভ ক্ষণ ঈদ। ঈদ মানেই ত্যাগের মহিমায় সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। যারা মনে প্রাণে বিশ্বাস করেন আগামীর উদ্যোক্তা একটি রাইডার সার্ভিস এই পোস্ট টি এড়িয়ে যান। আর যারা মনে করেন রাইডার রাই আপনার বিজনেসে আপনার সব থেকে কাছের আপনজন তারা একটু দেখুন।
রোদ ঝড় বৃষ্টিতে আপনার বিজনেসের চাকা এই রাইডার ভাইরা যাদের ত্যাগ ছাড়া কোন ক্রমেই ই-কমার্স বিজনেসে আপনার সফলতা বা অর্জন কোনটাই সম্ভব ছিল না। তাদের জন্যই এই পোস্ট। সারা বছরে মাত্র ২ টা ঈদে সুযোগ থাকে আপনার বিজনেসে বা সফলতায় তাদের হক যদি বিন্দু পরিমাণ ও থাকে তা আদায় করার। তাই প্রতি বছর প্রতি ঈদেই আপুরা হাদিয়া, ঈদ সেলামি বা ঈদ বোনাস দেবার চেষ্টা করে থাকেন।
নূন্যতম হাদিয়া কত?
যদিও হাদিয়ার কোন কম বেশি নেই তারপরও সকলের সিদ্ধান্তে যাতে অন্তত কিছু টাকা সকল রাইডারকে দেয়া যায় তাই এ বছর দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিবেচনায়, নূন্যতম ২০০ টাকা+ বা যার যেমন খুশি ঈদ বোনাস নির্ধারণ করা হয়েছে।
কিভাবে পাঠাব?
আপনার বিকাশ একাউন্ট এ গিয়ে bKash Payment অপশনে যান, 01978-513858 নম্বর দিন। এরপর রেফারেন্স এ নিজের নাম বা কিচেনের নাম লিখে আপনার বিকাশ পিন নম্বর দিয়ে পাঠিয়ে দিন। শেষে স্ক্রিনশট নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ এতিমখানা তহবিলে কেউ টাকা পাঠালে তা এতিমখানায় সাধারন দান হিসাবে যুক্ত হবে। ঈদ বোনাস পাঠানোর শেষ সময় ঈদের দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ সকলকে। যারা হক আদায় করছেন সবার তালিকা এ্যাপ এ আপডেট করা হয় বা আজীবন রেকর্ড থাকে।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now