Article Image

দীর্ঘ ৫ বছর পর যে সকল স্থানে বাড়ছে সার্ভিস চার্জ


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
২ মাস ২৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে প্রকাশিত।
517 Views.   10 Comments.   172 Points.


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, সেবার মানোন্নয়ন ও রাইডারদের পরিবার নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন ও স্বচ্ছল জীবনযাপনকে নিশ্চিত করতে দীর্ঘ ৫ বছর পর প্লাটফর্মের ষষ্ঠ বছরে পদার্পণের প্রাক্কালে যশোর পুরাতন পৌর এলাকা ও এর পার্শ্ববর্তী এবং শহরের জিরো পয়েন্ট মোড় থেকে দূরবর্তী কয়েকটি স্থানে আমাদের রেগুলার সর্বনিম্ন সার্ভিস চার্জ ১০ টাকা বর্ধিত করা হয়েছে। বর্ধিত এই চার্জ ক্রেতার নিকট থেকে অর্ডার গ্রহণের সময় উদ্যোক্তা জানিয়ে দিবেন, তবে সকল ক্রেতা সাধারণকে কোন কোন এলাকায় এই চার্জ বর্ধিত হয়েছে বা তার নিজ এলাকায় চার্জ বর্ধিত হয়েছে কিনা সেটা এক নজর দেখে নেবার বিশেষ অনুরোধ জানান হল। 

সার্ভিস চার্জ বর্ধিতকরণ প্রসঙ্গে ইতোপূর্বে একাধিকবার নোটিশ প্রকাশিত হয়েছে এবং উদ্যোক্তা মহলে সরাসরি প্রচারণা সহ মান নিয়ন্ত্রণ কমিটির বিশেষ মিটিং শেষ হয়েছে। আগামী ১ মে ২০২৫ থেকে যে সকল স্থানে এই চার্জ বর্ধিত হয়েছে তার তালিকা অফিসিয়ালি নিচে প্রকাশ করা হল। উল্লেখ থাকে যে এই তালিকা পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আংশিক পরিবর্ধন হতে পারে।  

এলাকা সমূহের তালিকা ও চার্জঃ

১. বকচর এল মার্কেট থেকে, মুড়লী জোড়া মন্দির, ফাহিম প্লাজা, করিম তেলপাম্প সংলগ্ন এলাকা ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা।

২. পালবাড়ি নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় রোড থেকে, গাজিরঘাট রোড, গাজিরঘাট মসজিদ সংলগ্ন এলাকা ৪০ টাকা।

৩. পালবাড়ি কবরস্থান, কলমিলতা আবাশিক এলাকা, তেতুলতলা মোড়, নওদাগ্রাম রোড, হর্টিকালচার সেন্টার গেট ২ পর্যন্ত, ৪০ টাকা। 

৪. পালবাড়ি কবরস্থান পার হয়ে বিহারি কলোনীর আগ পর্যন্ত ৫০ টাকা। বিহারী কলোনী ৬০ টাকা। নওদাগ্রাম বিশ্বাস বাড়ির মোড়, কবরস্থান, মসজিদ পর্যন্ত ৫০ টাকা। এরপর ৬০ টাকা।

৫. চাচড়া ডালমিল, সারগোডাউন মোড়, ইসহাক সড়ক, বটতলা মসজিদ, জিডিএল হাসপাতাল, মুরগী ফার্ম এলাকা, পশু হাসপাতাল, চাচড়া বাজার ৪০ টাকা। 

৬.  চাচড়া চেকপোস্ট, আদ দ্বীন মেডিকেল, পুলেরহাট ব্রীজ, মন্ডলগাতী মাদরাসা পর্যন্ত ৫০ টাকা। পুলেরহাট ৬০ টাকা। এরপর দূরত্ব অনুযায়ী পূর্বের চার্জ থেকে ১০ টাকা করে বাড়বে।

৭. শংকরপুর টার্মিনাল, হাজারিগেট রোড, টার্মিনাল থেকে মুড়লী পর্যন্ত মেইন রোড বরাবর, যশোর মেডিকেল কলেজ, বয়েজ বা গার্লস হোস্টেল ৫০ টাকা। 

৮. আর্মি মেডিকেল, এয়ারপোর্ট রানের মাথা, ভেকুটিয়া কলোনি বাজার মোড় ৬০ টাকাই থাকবে তবে এয়ারপোর্ট নতুন টার্মিনাল, এয়ারপোর্ট বেজ গেট, সুজলপুর ৭০ টাকা। বড় ভেকুটিয়া চার্জ দূরত্ব অনুযায়ী বর্ধিত হবে।

৯. শেখহাটি বাবলাতলা মোড় থেকে আদর্শপাড়া পর্যন্ত ৪০, এরপর দূরত্ব অনুযায়ী আগের চার্জ এর সাথে ১০ টাকা বাড়বে।

১০. উপশহর এ ব্লক, শফিউল্লাহর মোড়, ঈদগাহ, ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা ৫০ টাকা। সারতিমিল মোড় ৬০ এর থেকে দূরত্ব অনুযায়ী বাড়বে।

১১. কিসমত নওয়াপাড়া মসজিদ, ই ব্লক, রজনীগন্ধা তেলপাম্প, তেল পাম্প এর পেছেনে আবাশিক এলাকা ৫০ । ই ব্লক বস্তি এলাকা শুরু ৬০ থেকে।

১২. বাহাদুরপুর মেহগনিতলা থেকে স্কুল মোড় ৬০, এরপর দূরত্ব অনুযায়ী বাড়বে।

১৩. ঝুমঝুমপুর বিসিক, বালিয়াডাঙ্গা, ক্যান্টিন, ময়লাখানা, টেকনিক্যাল কলেজ, মান্দারতলা বাজার পর্যন্ত ৫০ এরপর দূরত্ব অনুযায়ী বাড়বে। 

১৪. কারবালা মসজিদ, সিএনবি কোয়ার্টার, শিশু আদ-দীন, ধর্মতলা বাজার ৪০, কদমতলা মোড় ৫০ এবং এভাবে দূরত্ব অনুযায়ী বাড়বে।

১৫. আরবপুর মোড়, দিঘীর পাড়, শতরূপা গ্যাস স্টোর, মসজিদ, পঞ্চগলি পার্শ্ববর্তী মেইন রোড সংলগ্ন এলাকা ৪০ টাকা হবে।

 

বিঃদ্রঃ উপরে উল্লেখিত এলাকাসমূহ ব্যতীত যশোর জেলার ৭০০ টির বেশি স্থানে সার্ভিস চার্জ গত ৫ বছর যা ছিল পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তাই থাকবে ইনশাআল্লাহ। সকল ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ, আমাদের কোন উদ্যোক্তার পক্ষে আপনার লোকেশন বা বাড়ি বা ঠিকানা চেনাটা কষ্টকর এবং এটা তাদের দায়িত্ব ও নয়। আপনি আপনার ঠিকানা বললে সেটা চিনে সে সঠিক চার্জ বলতে পারবে সব সময় এমনটাও আশা করে তাই ঠিক নয়। আপুদের এই দুর্বলতাটা আমরা স্বীকার করেই নিচ্ছি। যশোর জেলার প্রতিটি লোকেশন চিনে চার্জ মুখস্ত করাটা উদ্যেক্তাদের দায়িত্ব নয়। তবে একজন সচেতন ক্রেতার দায়িত্ব তার নিজ অবস্থানে সার্ভিস চার্জ সঠিক কত সেটা একটু ধারণা রাখা। 

উদ্যোক্তা যদি অজ্ঞতা বশঃত ভুল চার্জ বলে থাকেন তার মানে সেটাই চূড়ান্ত নয়। রাইডার অবশ্যই আপনাকে সার্ভিস টাইমে সঠিক সার্ভিস চার্জ জানিয়ে উক্ত পরিমাণ চার্জ সংগ্রহণ করবে। আপনি অবশ্যই আপনার লোকেশনের সঠিক সার্ভিস চার্জ পরিশোধ করতে বাধ্য থাকবেন। উদ্যোক্তা ভুল করেছেন অর্থ আপনিও সেই ভুল টাকে শুধরে না দিয়ে ইচ্ছাকৃতভাবে সামনে আগাবেন এটা কোন ভাবেই কাম্য নয়।

অবশ্যই আপনার নিকট অপশন রয়েছে, আমাদের সেবা যদি আপনার মান সম্মত ও উপযোগী মনে না হয় আপনাকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অর্ডার না করার অনুরোধ করব। তবে আমাদের বিশ্বাস আপনি আপনার অবস্থান থেকে সততার সাথে ত্রুটি গুলো শুধরে দিয়ে নিজ অবস্থান থেকে রাইডারের ন্যায্য সার্ভিস চার্জ পরিশোধ করবেন। কারণ আপনি একজন মানবিক, সচেতন, সৎ ও সুবিবেচক ক্রেতা হিসাবে ধরে নিয়েই আমরা আপনার অর্ডারটি গ্রহণ করেছি।   

যে কোন ক্ষেত্রে কোন রাইডার আপনার নিকট থেকে ভুলক্রমে বেশি চার্জ নিয়েছে মনে হলে সাথে সাথে উদ্যোক্তাকে রিপোর্ট করুন। যে চার্জ টা বেশি নিয়েছে সেটা উদ্যোক্তা বা অফিস থেকে বা রাইডার নিজেই আপনার সাথে যোগাযোগ করে আপনার বিকাশে দ্রুত তম সময়ে পাঠিয়ে দিবে।  


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Writer of 151 Posts.
Total 84.6 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


ফাতেমা তৃষ্ণা

সঠিক সিদ্ধান্ত,সঠিক তথ্য দিয়ে কাস্টমার ও উদ্দ্যোগক্তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ রাহাত ভাইয়া।

17 Points.

10 Comments.

06 May 2025.

09:06 PM.


শিহাব উদ্দীন

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা আপু। ❤️

Admin.

1,422 Replies.

07 May, 2025.

12:16 AM.

Ismot ara Jolly

আলহামদুলিল্লাহ

16 Points.

63 Comments.

06 May 2025.

09:02 PM.


শিহাব উদ্দীন

আলহামদুলিল্লাহ আপু ❤️❤️

Admin.

1,422 Replies.

07 May, 2025.

12:15 AM.

Sabrina

আলহামদুলিল্লাহ

42 Points.

99 Comments.

06 May 2025.

08:54 PM.


শিহাব উদ্দীন

শুভকামনা আপু ❤️

Admin.

1,422 Replies.

07 May, 2025.

12:15 AM.

Shahana Parvin

ইনশাআল্লাহ, উদ্যোক্তা এবং ক্রেতা সকলেই নিজের অবস্থান থেকে সচেতন থাকবেন, এই আশা করি।

18 Points.

98 Comments.

04 May 2025.

10:24 AM.


শিহাব উদ্দীন

ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা ❤️

Admin.

1,422 Replies.

06 May, 2025.

11:59 PM.

Nishan Hasan

আলহামদুলিল্লাহ

79 Points.

48 Comments.

22 April 2025.

02:59 PM.


শিহাব উদ্দীন

আলহামদুলিল্লাহ ভাইজান।

Admin.

1,422 Replies.

06 May, 2025.

11:59 PM.