সেলস পোস্ট এ মান সম্মত ছবি ব্যবহার বাধ্যতামূলক?
এ্যাডমিন
ফুড ফটোগ্রাফি বিভাগ।
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে প্রকাশিত।
82 Views.
2 Comments. 178 Points.
২০২০ সালে যাত্রা শুরু করে আজ পর্যন্ত আমরা সব সময় সর্বোচ্চ মান নিশ্চিতে কঠোর অবস্থানে থেকেছি। জন স্বার্থে আমরা উদ্যোক্তাদের সর্বোচ্চ মান সম্মত সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে ই-কমার্স মার্কেটপ্লেসের উপযোগী করে গড়ে তুলেছি যা প্লাটফর্মের সিনিয়র ও জুনিয়র সকল উদ্যোক্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও সততা না থাকলে কোনদিনও সম্ভব হত না।
ধাপে ধাপে আমরা আমাদের ত্রুটি গুলো শুধরে নিয়ে ক্রমেই আমাদের সেবার প্রতিটি স্তরকে সারা দেশের প্রেক্ষাপটে ডিজিটাল যশোরের শ্রেষ্ঠ ই-কমার্স প্লাটফর্ম তথা অনুকরণীয় করে তোলার প্রচেষ্টা সর্বদা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ১ মে ২০২৫ থেকে আমাদের উদ্যোক্তাদের জন্য সুন্দর, মার্জিত, সু-স্পষ্ট ও আকর্ষণীয়, শৈল্পিক ফুড ফটোগ্রাফি কনটেন্ট ব্যবহার করে সেলস পোস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। প্লেট কাটা, ঝাপসা, অস্পষ্ট, মানহীন কোন ছবি ব্যবহার করে ১ মে দুপুর ১২ টা থেকে আর কোন সেলস পোস্ট গ্রহণযোগ্য হবে না। মানহীন সেলস পোস্ট রিমুভ করা ও উদ্যোক্তাকে সতর্ক করা সহ প্রথম ১০ মে তারিখ পর্যন্ত এই বিধি নিষেধ কিছুটা শিথীল থাকবে।
১০ মে থেকে উদ্যোক্তাদের পোস্ট প্রি এপ্রুভাল অনির্দিষ্টকাল বন্ধ সহ সতর্ক না হলে গ্রুপ থেকে সাসপেন্ড করা হবে যাতে করে ওই উদ্যোক্তা আর একটানা নির্দিষ্ট সময় গ্রুপে পোস্ট বা কমেন্ট কিছুই করতে পারবেন না। এরপরও সতর্ক না হলে কমিটির সিদ্ধান্তে সদস্যপদ বাতিল ও হতে পারে। সুস্পষ্ট ছবি তোলার জন্য উপযোগী মোবাইল ফোন থাকাটা নীতমালা অনুযায়ী বাধ্যতামূলক যা উদ্যোক্তা জয়েনিং এর সময় নিশ্চিত করেই যুক্ত হয়েছেন। তাই এ বিষয়ে আর নতুন করে কোন অজুহাত হালকাভাবে গ্রহণ করা হচ্ছে না।
এই নির্দেশনাকে সামনে রেখে এবং মান সম্মত ছবি নিশ্চিত করতে ১ মাস ব্যাপী দীর্ঘমেয়াদি কর্মসূচি পালন করা হয়েছে। এর মাঝে অন্যতম হল উদ্যোক্তাদের সচেতন করা, নতুন করে খাবারের মান সম্মত ছবি তোলা, মান হীন ছবি সম্পর্কে উদ্যোক্তাদের সচেতন করা, মান সম্মত ছবি তুলতে বিবিধ পরামর্শ দেয়া ও ৪ ঘন্টা ব্যাপী অনলাইনে থিওরেটিক্যাল ও অফলাইনে প্রাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করা, যাদের উপযোগী ডিভাইস নেই তাদের দ্রুততম সময়ে ডিভাইস সংগ্রহে নির্দেশনা দেয়া, যাদের দীর্ঘ দিন যাবত ডিভাইস সংগ্রহে সতর্ক করার পরও সংগ্রহ করেন নি তাদের নীতিমালা বাস্তবায়নে চূড়ান্ত চাপ প্রয়োগ করা, উদ্যোক্তাদের মধ্য থেকে বৃহৎ ফুড ফটোগ্রাফি কনটেস্ট নামে বিগ বাজেট প্রতিযোগীতার আয়োজনের মাধ্যমে তাদের ভাল ছবি তুলতে উৎসাহ প্রদান, বেস্ট ফটোগ্রাফারদের প্রতিভার সঠিক মূল্যায়ন, ক্রেতাদের মতামত ও মান সম্মত ছবি হয়েছে কিনা তার সার্বিক ভোট গ্রহণ সহ ঈদ পুনর্মিলনীতে শ্রেষ্ঠদের পুরস্কৃত করার ব্যবস্থা করা ইত্যাদী।
এছাড়াও সেলস পোস্ট এর শেষে - পৌরএলাকা সার্ভিস চার্জ ৩০ বাইরে দূরত্ব অনুযায়ী এই বাক্যের বিপরীতে কেবলমাত্র- সার্ভিস চার্জ প্রযোজ্য বাক্যটি যুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু পৌর এলাকা ও বাইরের হিসাবে সার্ভিস চার্জ নির্ধারণের পরিবর্তে শহরের ভেতরে ও বাইরে দূরত্ব অনুযায়ী নতুন সার্ভিস চার্জ কাঠামো কার্যকর হয়েছে তাই ক্রেতা সাধারণের ভেতরে যাতে ভূল তথ্য না যায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হল। ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
S.R SHUVO VIP
সু- সংগঠিত প্লাটফর্ম এবার সু- সজ্জিত হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহনের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
178 PTS.
01 May 2025.
02:24 AM.
বিজনেস যার যার প্লাটফর্ম সবার। তাই প্লাটফর্মের স্বার্থে সকল উদ্যোক্তাকে সর্বোচ্চ মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে পিছপা হলে চলবে না।
Admin
01 May, 2025
02:33 AM