Article Image

১৪ মাসে উদ্যোক্তাদের সঞ্চয় ৯ লক্ষ ২০ হাজার টাকা!


প্রচার সম্পাদক স্মরণীয় মুহূর্ত বিভাগ।
৪ মাস ১৮ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে প্রকাশিত।
234 Views.   0 Comment.   0 Points.


আলহামদুলিল্লাহ। আগামীর উদ্যোক্তা প্লাটফর্ম উদ্যোক্তাদের কমপ্লিট লাইফস্টাইল এর সাথে জড়িয়ে। ২০২০ সালে প্লাটফর্মের যাত্রার শুরু থেকেই আমাদের অনেকগুলো ড্রিম প্রোজেক্ট ছিল। ধাপে ধাপে প্লাটফর্ম বড় হওয়া ও উদ্যোক্তাদের প্রশিক্ষিত ই-কমার্স আর্মিতে রূপ দেবার সাথে সাথে তাদের ব্যবসা ও আয় হু হু করে বাড়তে থাকে। কিন্তু সংসারে আসা এই অতিরিক্ত অর্থ তারা বেশিরভাগটাই অপচয় বা বিলাশিতায় খরচ করতে শুরু করে।

এমতাবস্থায় সংসারে একজন নারীর শক্ত অর্থনৈতিক অবস্থান তৈরি করতে ও বিপদে আপদে বা জীবন যাপনকে সহজ করতে বা নিজেদের কিছু একক ও যৌথ শখ আহ্লাদ পূরণ করতে তথা সংসারের কর্তা (স্বামীর) পাশে অতিরিক্ত সাপোর্ট নিয়ে দাড়াতে ১ জানুয়ারি ২০২৪ থেকে আমরা শুরু করি উদ্যোক্তাদের জন্য মাসিক সহজ ও সরল সঞ্চয় ও ঋণদান প্রকল্প যা শতভাগ লাভ/সুদ/মুনাফা মুক্ত হিসাবে ব্যপক সাড়া পায় উদ্যোক্তাদের মাঝে।

১০ জন করে উদ্যোক্তা এক একটি গ্রুপ তৈরি করে একে অপরকে অর্থনৈতিকভাবে সরাসরি সহায়তা করছেন। বিপদে আপদে নিজেরাই নিজেদের পাশে এসে দাড়াচ্ছেন। গত ১৪ মাসে মোট ১০ টি ভিন্ন ভিন্ন গ্রুপ তৈরি করে স্বল্পমেয়াদী সঞ্চয় প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা উদ্যোক্তারা সঞ্চয় করেছেন ও নগদ অর্থ এককালীন উত্তোলন করে কেউবা কিনেছেন ব্যবসায়ের জন্য নতুন ওভেন, ব্লেন্ডার, সোনার গহনা, কাঠের ফার্ণিচার, গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, কেটলি, কেউবা পরিবারকে নিয়ে গিয়েছেন ৪ রাত ৩ দিনের লং ট্যুরে অবকাশ যাপনে।

শতভাগ সুদমুক্ত ও ডিজিটাল মাধ্যমে (এ্যাপ/মোবাইল ব্যাংকিং) যশোরের প্রেক্ষাপটে শুধু নয় দেশের প্রেক্ষাপটে সঞ্চয় ও ঋণদানের এই নতুন ডিজিটাল মডেল অত্যন্ত বিরল বলে আমাদের বিশ্বাস। যে সকল উদ্যোক্তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করছেন তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের

লিখেছেন, প্রচার সম্পাদক

Writer & Web Portal Moderator.
Writer of 12 Posts.
Total 5.5 K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now