২০২৪ মহা সম্মেলনে বেকিং কুইন এর মুকুট পরিয়ে দেন প্লাটফর্মের মাননীয় সভাপতি নাহিদ সুলতানা আপু।
যশোরের ই-কমার্স বেকিং কুইন ২০২৪ - কানিজ ফাতিমা টুম্পা !
সাদিকুর রহমান
ই-কমার্স কুইন বিভাগ।
২৮ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে প্রকাশিত।
192 Views.
2 Comments. 171 Points.
কানিজ ফাতেমা টুম্পা আপুর পিতার নাম বি.এম মফিজুর রহমান এবং মাতার নাম সানজিদা পারভীন। আপু তার পিতা মাতার ৩ কন্যা সন্তানের মাঝে প্রথম সন্তান।
শিক্ষাজীবনের শুরুতে তিনি নড়াইল এর লোহাগড়ায় ২৬-০৮-২০০০ তারিখে জন্মগ্রহণ করেন। নড়াইল বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে তিনি নড়াইল থেকে পিতার চাকুরি সূত্রে যশোর শহরে স্বপরিবারে বসবাস শুরু করেন। এ সময় তিনি নিউটাউন গার্লস স্কুলে তার মাধ্যমিক স্তরের শিক্ষাজীবন শেষ করেন। একই কলেজে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর শুরু করেন। তৃতীয় বর্ষে অধ্যয়নকালে ১১-০৩-২০২৪ তারিখে তার নিজ সম্মতিতে হাসান মাহমুদ ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি যশোরের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান উৎস আইটি সল্যুশনস লিমিটেড এর সহকারি ব্যবস্থাপক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
আগামীর উদ্যোক্তা প্লাটফর্মে তিনি ২০২৩ সালের শেষ দিকে জয়েন করেন এরপর প্লাটফর্ম থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দ্রুততম সময়ে অনেক উদ্যোক্তাকে পেছনে ফেলে তিনি ২০২৪ সালের বেকিং কুইন হিসাবে মুকুট লাভ করেন। বর্তমানে তিনি ৪৬৬ দিনে ৫ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা বিশুদ্ধ ই-কমার্স সেলস করতে সমর্থ হয়েছেন। তার ও তার পরিবারের জন্য রইল শুভকামনা।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
S.R SHUVO VIP
অভিনন্দন আমাদের সকলের প্রিয় বেকিং কুইন আপুকে।
171 PTS.
10 April 2025.
02:54 AM.
অনেক অনেক ধন্যবাদ।
Admin
14 Apr, 2025
12:59 PM