Article Image

২৯ দিনে ১৪৭০ জন রোজাদার কেনাকাটা করেছেন জেসমিন আফরোজ আপুর টিম মহীয়সী থেকে!


শিহাব উদ্দীন সফলতার গল্প বিভাগ।
২১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে প্রকাশিত।
298 Views.   0 Comment.   0 Points.


এবছর রমজানের ২৯ দিনে ১৪৭০ জন রোজাদারের নিকট ইফতারি প্যাকেজ ডেলিভারি করে সেলস র‌্যাংকিং এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন জেসমিন আফরোজ আপু ও তার টিম মহীয়সী এর উদ্যোক্তা আপুরা। টিমের সকল উদ্যোক্তা মিলে মোট ১ লক্ষ ৫ হাজার ৯৯৫ টাকার ইফতারি প্যাকেজ ডেলিভারি করতে সক্ষম হন। আলহামদুলিল্লাহ।

জেসমিন আফরোজ আপুর একক সেলস ছিল ৩৭৮ বক্স ইফতার, টিমের সর্বশ্রেষ্ঠ আরো ২ জন উদ্যোক্তা হলেন জোয়ানা আক্তার জুঁই  আপু যিনি সেলস করেছেন ৬৪২ বক্স ইফতার এবং নাসরিন সুলতানা আপু যিনি টিমের পক্ষে সেলস করেছেন ২৬২ বক্স। টিমের অন্য উদ্যোক্তারাও নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজের বেস্ট কিছু দেবার। শুভকামনা মহীয়সী টিমের সবাইকে।।



Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 141 Posts.
Total 51.2K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now