Article Image

রান্না থেকে রাজত্বের শীর্ষে যশোরের ই-কমার্স সম্রাজ্ঞী নাহিদ সুলতানা !


সাদিকুর রহমান ই-কমার্স কুইন বিভাগ।
১৩ দিন ৪৫ মিনিট আগে প্রকাশিত।
305 Views.   8 Comments.   602 Points.


ছোট থেকেই প্রতিটি নারীই কম বেশি স্বপ্ন দেখে নিজের পরিচয়ে পরিচিত হতে, সকলের মাঝে নিজের একটা স্থান তৈরি করে নিতে। পরিবারের পাশাপাশি সমাজের জন্যেও কিছু করতে। কিন্তু কালের বিবর্তনে কতজনই বা তা করতে পেরেছে? নাহিদ আপু সেই পিছিয়ে পড়া নারীদের কাতার থেকে বেরিয়ে নিজের কঠোর পরিশ্রম, অসামান্য ত্যাগ ও অদম্য মানসিকতায় একজন সাহসী ও দূরদর্শী নারী হিসাবে জয় করেছেন যশোরের ক্রেতাদের মন। আজ জেনে নেব অতি সাধারণ থেকে আপুর যশোরের হোমমেড ফুড এর ই-কমার্স সম্রাজ্ঞী হয়ে ওঠার গল্প।

দিনটি ছিল ১১ জুন ১৯৮২, নাহিদ আপুর জন্ম যশোর জেলার নাভারনে। বাবা মোঃ সিরাজুল ইসলাম বর্তমানে আকিজ গ্রুপে কর্মরত এবং মা রাবেয়া খাতুন (প্রয়াত) ছিলেন একজন স্কুল শিক্ষিকা। দুই ভাই-বোনের মধ্যে নাহিদ আপু বড়, তার ছোট ভাই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

শৈশব কেটেছে গ্রামীণ সৌন্দর্য ও পারিবারিক মূল্যবোধে ঘেরা নাভারনে। প্রাথমিক শিক্ষা নেন নাভারন রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মাধ্যমিক শেষ করেন যশোরের স্বনামধন্য আকিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং উচ্চমাধ্যমিক পড়েন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। ২০০২ সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হন।

সেই বছরই তার বিয়ে হয় মোঃ মোস্তাফিজুর রহমানের সঙ্গে, যিনি ঝিকরগাছা মহিলা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। সংসার সামলানোর পাশাপাশি নাহিদ আপু উচ্চশিক্ষা চালিয়ে যান। এমএম কলেজ থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি ২ ছেলে সন্তানের গর্বিত জননী। বর্তমানে তার বড় সন্তান স্নাতক পর্যায়ে অধ্যয়নরত এবং ছোটটি দশম শ্রেণিতে পড়ছে।

যদিও পরিবার ও সামাজিক প্রতিষ্ঠার অনেক কিছুই ছিল, তবুও নাহিদ আপুর নিজের পরিচয়ে পরিচিত হতে চাওয়াটা স্বামী মোস্তাফিজুর ভাই কখনও ছোট করে দেখেননি। সেই চাওয়া থেকেই আপুর মনে জন্ম দেয় উদ্যোক্তা হওয়ার স্বপ্নের। ভাইও তার অর্ধাঙ্গীর এই স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহায়তা করেছেন যা পরবর্তীতে তার জীবনের বড় একটি অধ্যায়ে পরিণত হতে চলার পথটা অনেকটাই পারিবারিক পিছুটান হীন করে তুলেছিল। 

২০২০ সালে তিনি প্রথম ই-কমার্স জগতে পা রাখেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মাধ্যমে। কিন্তু সেখানকার অনিয়ম ও অতিরিক্ত কমিশনের বোঝা তার প্রতিভা ও শ্রমের যথাযথ মূল্য দিচ্ছিল না। সেই সময়েই, ২০২০ সালের আগস্টে তিনি যুক্ত হন ফুডিস ক্লাব যশোর গ্রুপে। এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায় এবং তৈরি হয় সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা। 

তখনও পর্যন্ত আগামীর উদ্যোক্তা ও আপুর রান্না প্ল্যাটফর্ম ছিল না। তারই মত কমিশন ভিত্তিক কোম্পানীতে ধুকে ধুকে বিজনেস করছিলেন আরো বহু নারী। কিন্তু সকলেই এর থেকে পরিত্রাণ চাইছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত এই কোম্পানীও যশোরে এসে নারীদের প্রতিভার অর্জনকে শোষণ করে নিজেদের আখের গোছাতে থাকে। এরকম ৩০ জন নারী উদ্যোক্তা মিলে ফুডিস ক্লাব গ্রুপের এ্যাডমিন ইঞ্জীনিয়ার মো. শিহাব উদ্দীনের সাথে ফোনে, ইনবক্সে ও অফিসে যোগাযোগ করে তাদের এই চলমান শোষণ এর কথা জানান। নাহিদ আপু মোস্তাফিজ ভাই অফিসে সরাসরি এসে দেখা করে দীর্ঘসময় আলোচনা করে এর দীর্ঘস্থায়ী সমাধান বের করার বিষয়ে মনস্থির করেন। শিহাব সাহেব তাদের সবারই এই পরিস্থিতি ও কোম্পানীটির শোষণের বিষয়ে জানতে পেরে দ্রুত সময়ে একটি কমিশন মুক্ত ই-কমার্স প্লাটফর্ম তৈরির ঘোষণা দেন ও বিনা পারিশ্রমিকে ও বিনামূল্যে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ইকমার্স প্লাটফর্ম ডেভেলপমেন্ট করার সকল প্রযুক্তিগত সহায়তা করবেন বলে কথা দেন।

তার এই আহ্বানে নারী উদ্যোক্তারা একে একে কমিশনের বেড়াজাল থেকে বেরিয়ে নারী জাগরণের সৃষ্টি করে এবং দলে দলে শিহাব সাহেবকে তারা নিজেদের ভাইয়ের স্থানে জায়গা করে দেন। তার মাত্র ১ মাস পরই স্বল্প পরিসরে যশোরের সর্বপ্রথম কমিশন ফ্রি ইকমার্স প্লাটফর্ম আগামীর উদ্যোক্তার যাত্রা শুরু হয় ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে৷ যার উদ্বোধনী অনুষ্ঠান শিহাব সাহেবের নিজ কোম্পানী উৎস আইটি সল্যুশনস অফিসের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় এবং শতাধিক জন সমাগম ঘটে। ধারণক্ষমতার বাইরে সমাগম হওয়ায় অনেকেই চেয়ার না পেয়ে পুরো অনুষ্ঠান দাড়িয়ে থাকেন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে উদ্যোক্তা যুক্ত হন এই প্লাটফর্মে। ২০২০ সালের শেষের দিকে আগামীর উদ্যোক্তার তৎকালীন আলোড়ন দেখে ঈর্ষাণ্বিত হয়ে একাধিক নতুন প্লাটফর্মের যাত্রা শুরু হয়। যদিও সেগুলো আর পরবর্তীতে আগামীর উদ্যোক্তার আপুদের সাথে প্রতিযোগীতায় ঠিকতে না পেরে এবং নতুন করে সাড়া জাগাতে না পেরে নিষ্প্রভঃ হয়ে যায়। 

সে সময় প্লাটফর্মের অন্য উদ্যোক্তাদের টুকটাক বেশ সেলস হলেও শুরুর দিকে আপুর মাসিক সেলস ছিল মাত্র ৫-৬ হাজার টাকা। বিষয়টা আপুকে বেশ হতাশ করত। কখনও বা এডমিন শিহাব ভাইয়ের স্বরণাপন্ন হতেন, শিহাব ভাই আপুকে মোটিভেশন দিতেন ধৈর্য্য ধরতে। অবশ্যই ভাল কিছু অপেক্ষা করছে সামনে। বার বার মনটা ভেঙে যেত, কিন্তু তবুও তিনি থেমে যাননি। এসময় উদ্যোক্তাদের তথা হোম মেড ফুড সারা শহরে ছড়িয়ে দিতে অবিশ্বাস্য দামে তিনি আয়োজন করেন কাপল কম্বো নামে মাত্র ১১০ টাকার ২ বক্স জোড়া অফারের। এ সময় আপুর ফ্রায়েড রাইস কম্বো তুমুল ভাইরাল হয় এবং এরপর থেকে আপুকে আর কোনদিন পেছনে ফিরে তাকাতে হয়নি। আপুর হাতে জাদুতে বিমোহিত ক্রেতা সাধারণ আপুকে তাদের সম্রাজ্ঞীর স্থানে বসিয়ে ফেলেন মনে মনে। 

অনেক বাঘা বাঘা উদ্যোক্তাকে পেছনে ফেলে ভোক্তা অধিকার উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ কমিটিতে ২০২১ সালের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনিই সর্বপ্রথম সভাপতির দায়িত্ব পান। এভাবেই চলছে বছরের পর বছর। ভালবাসা, ধৈর্য্যশীলতা, পরিশ্রম আর প্যাশন দিয়ে ধীরে ধীরে তিনি গড়ে তুলেছেন রয়্যাল কিচেন, যা এখন হাজারো ক্রেতার আস্থার প্রতীক। এরপর আরও চার বছরের চারটি নির্বাচনে টানা সভাপতির দায়িত্ব পালন করেন অসাধারণ দক্ষতায়। ২০২১ থেকে ২০২৩ টানা ৩ বার প্লাটফর্মের সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তার মুকুট ও তিনিই অর্জন করেন। 

২০২৩ সালে তিনি সম্পূর্ণ বিনামূল্যে প্ল্যাটফর্মের ই-কমার্স বেসিক কোর্সের ১২টি বিষয়ের ওপর দুর্দান্ত সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন। বর্তমানে যশোরের ফ্রায়েড রাইস কুইন খ্যাত নাহিদ সুলতানা আপু, যাকে আজ অনেকেই ভালবেসে বলেন ই-কমার্স সম্রাজ্ঞী। দেশের দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ই-কমার্স নারী উদ্যোক্তা প্লাটফর্ম আগামীর উদ্যোক্তায় তিনি এই ৫ বছরের যাত্রায় মোট সেলস করেছেন ৩৪,৮৪,৯১৪ টাকা, হয়েছেন ট্রিপল মিলিওনিয়ার। যা নিঃসন্দেহে ইতিহাসে এক নতুন রেকর্ড ও অসামান্য অর্জন।

নাহিদ আপু শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি হয়ে উঠেছেন যশোর তথা গোটা দেশের হাজারো নারীর অনুপ্রেরণা, যারা ঘরে বসেই সংসারের পাশাপাশি অবসর সময়ে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান।  পরিশেষে, নাহিদ আপু এবং তার পরিবারের জন্য রইল অগাধ শ্রদ্ধা ও শুভকামনা। ধন্যবাদ সকলকে।


Direct Share Link :


Edit পূর্বের

লিখেছেন, সাদিকুর রহমান

Writer & Web Portal Moderator.
Pulished 3 Posts.
Total 1.6K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Sathi Adhikary

ফ্রাইড রাইস সম্রাজ্ঞী নাহিদ সুলতানা আপু 🥰🥰🥰 তার সম্পর্কে কিছু বলার দুঃসাহসিকতা আমার নেই। আপুর মত স্বচ্ছ মানসিকতার মানুষ আমার এই অল্প বয়সে খুব কম দেখেছি। যখন বিজনেস শুরু করেছিলাম তখন ও আপু ছিলেন টপ লেভেলে।একটা কথা বার বার ভাবতাম আপুর সাথে যদি কখনো দেখা হয় আপু কি আমার সাথে কথা বলবেন?। কিন্তু আপুর সাথে দেখা হওয়ার পর বুঝেছি তিনি কত বড় মনের মানুষ। তিনি আমাদের যোগ্য নেত্রী এবং তারই একমাত্র যোগ্যতা আছে আমাদেরকে নেতৃত্ব দানের। আপুর জন্য অনেক অনেক শুভকামনা।

121 PTS.

17 April 2025.

03:20 PM.


আপনি যখন এটা বলেন দিদ যে আপু কি দেখা হলে আপনার সাথে কথা বলবেন তখন ভাবি আসলে আপুকে সবাই কতটা সম্মান করে মন থেকে। যদিও ফলদায়ী বৃক্ষ সব সময় নূয়ে থাকে। তাই আপুও দিনে দিনে যতটাই বড় হয়েছেন তার মমতা ততটাই বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য শুভকামনা।

Admin

17 Apr, 2025

03:55 PM

Jesmin Afroje

ই কমার্স কুইন এবং বার বার নির্বাচিত নাহিদ সুলতানা আপু আমাদের আইডল, তাকে দেখে প্রতি মুহুর্তেই উৎসাহিত হই। দোয়া ও শুভকামনা আপুর জন্য সেই সাথে লেখককেও ধন্যবাদ জানাই এমন চমৎকার সাফল্যের কাহিনী প্রকাশ করবার জন্য।

204 PTS.

17 April 2025.

01:57 PM.


আপুর জীবনী থেকে আমরা ধৈর্য, অধ্যবসায় এর এক অনবদ্য গল্প শিক্ষা পাই। আপুর জন্য অনেক অনেক শুভকামনা।

Admin

17 Apr, 2025

02:19 PM

Nahid Sultana VVIP

আমার জীবনী সুন্দর ভাবে বর্ণনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল প্রিয় সাদিকুর রহমান শুভকে

260 PTS.

17 April 2025.

01:54 PM.


অনেক ধন্যবাদ আপু আপনাকে। আর সাদিকুর রহমান কে সুন্দর করে লেখাটি ফুটিয়ে তোলার জন্য।

Admin

17 Apr, 2025

02:20 PM

Lopa Mirza

নাহিদ আপু নারীদের একজন গর্ব। নারীদের এই প্ল্যাটফর্মে তিনি অনেক নারীর আইকন।তার সাথে কাজ করতে পেরে নিজেকে খুব। গর্বিত মনে করি। শুধু রান্নাতেই না তিনি খুব ভালো একজন লিডার ও। আমার অনেক পছন্দ ও শ্রদ্ধাশীল একজন মানুষ।দোয়া করি আপু আপুর স্বপ্নে আরো অনেক দূর এগিয়ে যাক। ❤️❤️

17 PTS.

17 April 2025.

01:24 PM.


অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুচিন্তিত মতামত এর জন্য

Moderator

17 Apr, 2025

01:50 PM