Article Image

২০২৫-২০২৬ অর্থবছরে সার্ভিস চার্জ সামঞ্জস্য করণ প্রসঙ্গে


এ্যাডমিন নোটিশ বোর্ড বিভাগ।
২০ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে প্রকাশিত।
416 Views.   17 Comments.   582 Points.


জরুরী বিজ্ঞপ্তিঃ এতদ্বারা সংশ্লিষ্ট সকল পক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্রব্য মূল্যের লাগামহীন উচ্চগতির বাজারে মুদ্রাস্ফীতি যেন জীবন যাপনকে বেশ কঠিন করে তুলছে। আমরা কখনও এক পক্ষকে পিছিয়ে রেখে অন্য পক্ষকে সুবিধা দেবার পক্ষে নই। এ কথা অনস্বীকার্য সার্ভিস চার্জ যত কম হবে ক্রেতাদের ঠিক তত বেশি আকৃষ্ট করা যাবে। কিন্তু আমি ভাল বিজনেস করতে গিয়ে কারো জীবন যাপন দুর্বিষহ করে তোলা মোটেই কাম্য হতে পারে না।

সবারই পরিবার রয়েছে। রয়েছে পরিবার নিয়ে স্বচ্ছল ভাবে জীবন যাপনের স্বপ্ন। নূন্যতম ও যৌক্তিক পারিশ্রমিক একজন কর্মীর প্রাপ্য অধিকার। ক্রেতা, উদ্যোক্তা বা রাইডার সকল পক্ষকেই আমরা ভাল রাখতে চাই, হাতে হাত রেখে পথ চলতে চাই। তাই কোন একটি পক্ষকে সুবিধা দিতে গিয়ে অন্য অসুবিধায় ফেলে ব্যালেন্স নষ্ট করা বোকামি। 

তবে সার্ভিস চার্জ হঠাৎ করে বেশি বেড়ে গেলে সেটা অনেক ক্রেতার জন্য বিশেষ করে স্টুডেন্টদের জন্য বেশ কষ্টকর হয়ে উঠতে পারে। তাই সকলের কথা আমাদের মাথায় রেখেই ধারাবাহিক ভাবে প্রতিবছর আমরা কিছু কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ সামঞ্জস্য করেছি। তারই মাঝে এমনও রয়েছে যে ২০২০ সালে একটি এলাকায় সার্ভিস চার্জ যা ছিল আজও ২০২৫ সালে তাই ই রাখা হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চ বিবেচনা করে একটি যৌক্তিক সমাধানে আসতে।

২০২০ সালে যে চালের কেজি ছিল ৪৬ টাকা সেই চাল আজ ৮৬ টাকা কেজিতে কিনতে হচ্ছে। এটা একটা উদাহরণ হিসাবে বলা হল বাস্তবতা আরো ভয়াবহ। ২০২০ সালে ১০ টা ডেলিভারি করে রাইডার পরিবারের জন্য যে বাজার করতে পারতেন এখন এর ডাবল ডেলিভারি করে সেই একই বাজার কেনা দুষ্কর! গত ৫ বছরে মুদ্রাস্ফিতির কারণে প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে দ্বিগুণ বা ৫০% বা কখনও আরো বেশি। সকল দিক বিবেচনায় দেশের সর্বনিম্ন সার্ভিস চার্জ ৩০ টাকায় বছরের পর বছর আটকে থাকাটা আমাদের জন্য অসম্ভব রকম কঠিন হয়ে পড়েছে। যেখানে মোবাইল বিল এবং ইন্টারনেট প্যাকেজ এর দাম ও সমান হারে বেড়েছে।

এরপরও ২০২৬ সালের ঈদ উল ফিতর পর্যন্ত দেশের সর্বনিম্ন সার্ভিস চার্জ ৩০ টাকা রেখেই মাত্র ৩ টি পণ্যের চার্জ ১০ টাকা বাড়িয়ে বাকি সকল পণ্যের চার্জ একই রেখে নতুন সার্ভিস চার্জ কাঠামো প্রস্তাব রাখা হয়েছে কমিটির কাছে। আগামী ১ মে থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে ইনশাআল্লাহ। ১ মে এর পূর্বে সর্বনিম্ন ২ টি কমিটি মিটিং ও ১ টি সাধারণ মিটিং এর মাধ্যমে এ বিষয়ে গণশুনানীর আয়োজন করে সকলের মতামত গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। মিটিং এ উপস্থিত হয়ে নিজ নিজ অভিমত প্রদানের সুযোগ থাকবে। নিজ নিজ টিম লিডার এর সাথে আলোচনা করে মিটিং এর তারিখ ও সময় জেনে নেয়া যাবে। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, এ্যাডমিন

Writer & Web Portal Admin.
Pulished 5 Posts.
Total 1.6K Views.


বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now


Shahana Parvin

দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ,এই সময়ে একজন উদ্যোক্তার যেমন খাবারের স্বাস্থ্যসম্মত ও গুনগত মান বজায় রেখে খাবারের দাম ও পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন, একই সাথে এই খাবার যে সকল রাইডার ভাইয়েরা গ্রাহকের কাছে পৌঁছে দিবেন,তাদের নূন্যতম ও যৌক্তিক পারিশ্রমিক সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি।আগামীর উদ্যোক্তা কমিটি,সকলের(উদ্যোক্তা,গ্রাহক,রাইডার)সুবিধা অসুবিধা বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন,ইনশাআল্লাহ।

17 PTS.

20 April 2025.

08:54 PM.

Tahsin Tahin

সুন্দর ভাবে উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া. এটা কি ২০২৬ সাল থেকে শুরু হবে নাকি সামনে আগামী মে মাস থেকে শুরু হবে

73 PTS.

11 April 2025.

01:51 AM.


২০২৫ এর ১ মে থেকে ২০২৬ ঈদ উল ফিতর পর্যন্ত।

Admin

13 Apr, 2025

02:21 PM

Sabrina

আশা করছি সকল কাস্টমার ও উদ্যোক্তা বিষয়টি বুঝতে পারবে

38 PTS.

10 April 2025.

06:48 PM.


ইনশাআল্লাহ আপু। আপনার জন্য শুভকামনা ❤️

Admin

10 Apr, 2025

07:28 PM

Nishan Hasan

গুরুত্বপূর্ণ প্রস্তর জন্য ধন্যবাদ আশা করছি এতে ক্রেতা এবং উদ্যোক্তা কারোর কোন অসুবিধা হোক হবে না ইনশাল্লাহ

77 PTS.

10 April 2025.

03:17 PM.


জি ভাইজান। সহমত পোষণ করছি।

Admin

10 Apr, 2025

05:58 PM

Neelima Nourin Samia

হাফ পাউন্ড কেক আর ১ পাউন্ড এর ডেলিভারি চার্জ সমান করলে ভালো হয়।সেক্ষেত্রে ২টাই ৪০ থাকলে ভালো হবে।

62 PTS.

10 April 2025.

01:45 PM.


জি আপু আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। কেক এর চার্জ বর্তমানে যা আছে সেটাই থাকবে ইনশাআল্লাহ। আর পরিবর্তন শুধু হাপ পাউন্ড আর ১ পাউন্ড একই চার্জ অর্থাৎ আপনার পরামর্শ মত ৪০ করা হবে ইনশাআল্লাহ। মানে হাপ পাউন্ড আর থাকছে না। হাফ+১ পাউন্ড সবই ১ পাউন্ড হিসাবে বুকিং হবে।

Admin

10 Apr, 2025

05:14 PM

সুমা

আলহামদুলিল্লাহ। বিষয়টির সাথে সহমত প্রকাশ করছি।

33 PTS.

10 April 2025.

12:49 PM.


অনেক ধন্যবাদ আপু।

Admin

10 Apr, 2025

12:58 PM

Sadia Islam Joba

আশা করি কাস্টমার আপু / ভাইয়ারা বিষয়টা স্বাভাবিকভাবে নিবে।

55 PTS.

10 April 2025.

12:02 PM.


সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ আপু।

Admin

10 Apr, 2025

12:40 PM

Samira

আশা করছি এটাতে কারও অসুবিধা হবেনা।

56 PTS.

10 April 2025.

11:50 AM.


ইনশাআল্লাহ আপু। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Admin

10 Apr, 2025

11:54 AM

S.R SHUVO VIP

গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ। সার্ভিস চার্জ প্রায় ৫ বছর একই থাকার সাথে যেটুকু সমন্বয় করা হয়েছে বা আগামী মে থেকে হবে আশা করি উদ্যোক্তা আপুদের বিজনেসে বা কাস্টমার সকলের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটুকু সামঞ্জস্যতা প্রয়োজন।

171 PTS.

10 April 2025.

11:42 AM.


গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। ❤️

Admin

10 Apr, 2025

11:54 AM