বৈশাখী অফার ১৪৩২ এ সুযোগ পাবেন ১০০ জন ক্রেতা !
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
১৮ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে প্রকাশিত।
195 Views.
8 Comments. 524 Points.
বছর ঘুরে আবার এল পহেলা বৈশাখ। পূর্বের বছরের সকল দুঃখ, জরা ভুলে নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে চলার প্রত্যয় ও সকলের দোয়া নিয়ে সফল হতে চায় উদ্যোক্তা আপুরা। পহেলা বৈশাখ নতুন বছর হিসাবে উদযাপন নয় বরং ঈদের ছুটির পর আবরো ক্রেতাদের মাঝে নিজেকে নতুন রূপে তুলে ধরতে বা একে অন্যের প্রতি ভালবাসা প্রকাশের সহীহ নিয়্যতে আমরা এই হাদিয়া অফার এর আয়োজন করে আসছি বছরের পর বছর।
তারই ধারাবাহিকতায় এবছর ও এই হাদিয়া অফারের আয়োজন থাকছে দিনব্যাপী ৩ বেলার খাবারের অফারের সাথে। এদিন সকাল শিফট ৯ টা থেকে ১২ টা, দুপুর শিফট ১২ টা থেকে ২.৩০, বিকাল শিফট ৪ টা থেকে ৬.৩০ এই ৩ শিফট এর অফারে ১০০ জন ক্রেতা পাবেন হাদিয়া অফারে অংশগ্রহণ করার সুযোগ।
উদ্যোক্তারা প্রোডাক্ট লিস্ট থেকে বৈশাখী অফার ১৪৩২ এই অফারটি যুক্ত করে নিয়ে অফার ম্যানেজমেন্ট অপশন থেকে বুকিং করবেন। সেলস পোস্ট করবেন #বৈশাখী_অফার_১৪৩২ ট্যাগটি পোস্ট এর শুরুতে ব্যবহার করে। পোস্ট এর শেষে সার্ভিস চার্জ পৌরএলাকা বা বাইরে সার্ভিস চার্জ থাকবে ৩০ টাকা অফার! এই ডাবল ধামাকা অফার মিস করতে চাইবে কে?
অফার এর ২ টা ক্লাসে পাস আছে এমন সকল উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত এই অফারে বাধ্যতামূলক কোন শিডিউল লিমিট থাকে না। থাকে না কোন দামের বাধ্যবাধকতা। যার যে কয়টি অর্ডার আসবে সে সেটাই বুকিং করবেন যতক্ষণ পর্যন্ত সকল শিডিউল বুকড না হচ্ছে অর্ডার গ্রহণ চলবে। বৈশাখী অফার উপলক্ষ্যে ১৪ এপ্রিল তারিখে কোন রেগুলার অর্ডার থাকছে না। তাই এদিন ছুটি কাটাতে পারেন অথবা অফার আয়োজন করে ক্রেতাদের সাথে হাদিয়া শেয়ার করতে পারেন। কারো কোন প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।
Direct Share Link :
বার বার মোবাইল নম্বর লিখে কমেন্ট করার ঝামেলা এড়াতে ও অনেক সুবিধাদি পেতে আপনার কাস্টমার মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগইন করে নিন। Login Now
Jesmin Afroje
খুবই চমৎকার আয়োজন, আমি এবং আমার টিম মহীয়সী আপুরা অবশ্যই অংশ গ্রহণ করবেন
203 PTS.
11 April 2025.
04:47 PM.
ইনশাআল্লাহ আপু। ধামাকা অফারের অপেক্ষায় রইলাম ❤️✌️
Admin
11 Apr, 2025
06:23 PM
Tahsin Tahin
খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ অফারের আয়োজন করব
73 PTS.
11 April 2025.
02:28 PM.
আলহামদুলিল্লাহ আপু। অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।
Admin
11 Apr, 2025
02:34 PM
Nishan Hasan
দারুণ আয়োজন আশা করা যায় সবাই অংশগ্রহণ করবেন
77 PTS.
11 April 2025.
02:18 PM.
ইনশাআল্লাহ ভাইজান। ইসমত আপুর কালাভুনার অপেক্ষায়।
Admin
11 Apr, 2025
02:57 PM
S.R SHUVO VIP
ইনশাআল্লাহ অফার আয়োজন অবশ্যই থাকবে সুলতানার রান্নাঘর ও টিম অদম্য থেকে
171 PTS.
11 April 2025.
02:18 PM.
কোন কিচেনের কি আয়োজন থাকছে সেটার তালিকা এই পোস্ট এ থাকবে ইনশাআল্লাহ।
Admin
11 Apr, 2025
02:37 PM